স্বাগতম ইসলামি নববর্ষ ১৪৩৬ হিজরি

লিখেছেন লিখেছেন ঊসমান গনি ২৫ অক্টোবর, ২০১৪, ০৭:৩৫:৫৭ সন্ধ্যা

হিজরি নববর্ষ

আজ পহেলা মহররম ১৪৩৬ হিজরি নববর্ষের প্রথম

দিন। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত

মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের

স্মরণে হিজরি সনের সূচনা। হিজরি সন বিশ্বের

মুসলমানদের স্বকীয় সংস্কৃতি। আজ আমরা নিজ

সংস্কৃতিক ঐতিহ্য ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি-

সভ্যতার দিকে ধাবিত হচ্ছি সেই

মুহূর্তে হিজরি নববর্ষ

হাতছানি দিয়ে ডাকছে ইসলামী সংস্কৃতি সভ্যতার

আঙিনায় ফিরে আসার। ডাকছে আমাদের আল্লাহর

পথে কুরআনের পথে হাদীসের পথে শান্তি ও

মুক্তির পথে। আসুন ছিঁড়ে ফেলি অপসংস্কৃতির

সকল বন্ধন। জেগে উঠি নব চেতনায়,বিলিয়ে দেই

সবার অন্তরে ইসলামি সংস্কৃতির আবে জমজম।

সবাইকে বরকতময় হিজরি নববর্ষের শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File