***হবুর ভাবনায়***
লিখেছেন লিখেছেন egypt12 ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫২:২৯ সকাল
তুমি চাঁদ হলে আমি
দেখব চেয়ে চেয়ে,
তুমি হলে পাহাড় আমি
উঠব বেয়ে বেয়ে।
.
মিষ্টি পানি ভরা নদী
তুমি হও যদি,
ভরাবে তো তৃষ্ণা-
আমার মৃত্যু অবধি?
.
তুমি ধ্যানে-তুমি জ্ঞানে
তোমায় ঘিরে আশা,
হবু বধুর অপেক্ষাতে
তরুণ ভালোবাসা।
.
ভালোবাসা দেবো তোমায়
ভালোবাসা নেবো,
দুটি সত্ত্বা মিলে মিশে
একেতে হারাবো।
.
টাটকা হৃদয় স্বপ্ন দেখে
পাবে উষ্ণতা,
তুমিও কি ভাবছ এমন
আমি ভাবছি যা?
.
হবু বধু এসে এসে
হৃদয়ে দেয় দোল,
তোমার জন্য যত্নে রাখা
কাঁটা বিহীন ফুল।
.
যে ফুল বইবে স্নিগ্ধ সুবাস
আমার ভালোবাসা,
সে ফুল নিতে আসবে তড়িৎ
যুব মনের আশা।
.
১৯.০৯.১৪
বিষয়: সাহিত্য
১৩৫৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সপ্তাহ মাসও গেল,
চিঠির আশায় খিড়কী খোলা
এক খানিও না এল৷
দিন কেটে যায় কাজের মাঝে,
রাত যে কাটেনা,
পথ চেয়ে রই প্রীয়ার তরে,
সেইতো আেনা৷
উড়ে যদি যেতে চাও আমাকে ছেড়ে,
পাখনা টা কেটে নিব-থাকবে এই নীড়ে।
আমি শুধু প্রশ্ন করব...
চলে যদি যাবি দূরে স্বার্থপর-আমাকে কেন জোসনা দেখালি...
ভালবাসাময় নিষ্ঠুরতা না দেখালে ভালবাসার শেষ প্রান্তে পৌছানো কষ্টকর হয়ে পড়ে।
মেয়ে জাতটা বেশী সুবিধার না ভাই.......।
আর আমার বিবেচনায় মেয়েদের প্রেমিকা রূপই ছলনায় ভরপুর। তবে সৎ স্ত্রী রূপ বেইমানী করে করে না...কারণ এটা আল্লাহর দেয়া এক বড় নেয়ামত বলেই আমার বিশ্বাস
আপনার এই কথার সাথে পুর্ণ সহমত পোষণ করছি আমি।
মহান রবের কাছে সৎ স্ত্রী কামনা করছি সবার জন্যে.......।
ন
তুমি যদি মোটা হয় আমি তবে সরু.....
ধুরমিয়া এগুলি আমাদেরকে শুনাইয়া লাভ কি???
বাপ-মা কে শুনান। তা হলে না হয় একটা ব্যবস্থা হবে।
বেশি দরকার হলে না হয় ফেসবুকে পাত্রি চাই বিজ্ঞাপন দেওয়া যাবে।
আগে জনমত গঠন তার তারপর বিয়ের কথন
খুব সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশ!
আপনার মনের আশা আল্লাহপাক পুরন করুন-আমীন।
ভালো থাকুন সবসময়।
জাজাকাল্লাহু খাইর।
ইচ্ছে করে বাইন্দা রাখি চার কোনা ঐ ফ্রেমে
মন্তব্য করতে লগইন করুন