যেকারণে অসমর্থনযোগ্য… পর্ব-১

লিখেছেন লিখেছেন FM97 ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০০:১৫ সকাল

প্রতিবছর সুন্দরী প্রতিযোগীতা তো আছেই সেই সাথে এখন লাক্সের একটা সাবান বের হলেও লাক্স সুন্দরীরা অশালীন ড্রেসে ক্যাট-ওয়াক করে স্টেজ পারফর্ম করেন। যেমনটি হয়েছে গত মঙ্গলবার চ্যানেল আইয়ে। তবে আমার মনে হয় না- একটা মেয়ে পর্দা করে চলুক বা না চলুক- এসব সুন্দরী প্রতিযোগীতাকে সমর্থন করতে পারে। কারণ-

# এতে মেয়েদের গোপনীয়তার প্রদর্শন হয়।

# মেয়েদের পণ্য হিসাবে দেখানো হয়। দেখো, বিচার করো, বেছে নাও।

# নারীর শুধুমাত্র (অবশ্যই ফর্সা হতে হবে) সৌন্দর্যকেই বড় করে দেখা হয়।

# শোবিজে অনায়াসে জায়গা নয় বরং একাধিক প্রেম, ভাঙ্গণ, পরকিয়া’র দিকে ঠেলে দেয়া হয়।

# মেয়েদের কয়েক মাস ক্যাম্পে রেখে নিঃলজ্জতার প্রশিক্ষণ দেয়া হয়। আর এটাকেই মুক্তচিন্তা, স্বাধীনতা হিসাবে প্রচার করে।

আর এই প্রতিযোগীতা ছোট করে দেখতে শিখায় সেসব মেয়েদের যারা-

# কালো/ শ্যামবর্ণ

# যারা নারীদের সৌন্দর্য দিয়ে বিচার করে না।

# যারা লজ্জাশীল।

# যারা নারীকে পণ্য মনে করে না। মানুষ ভাবে।

# যারা রক্ষণশীল।

তাই ঘৃণা লাগে এসব আয়োজনকে যারা নারীদের সৌন্দর্য নিয়ে ব্যবসা করে। আশা করি- সচেতন মেয়েরাও এসব প্রত্যাখান করে এক কাতারে দাঁড়াবে।

চলবে…

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266694
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
শেখের পোলা লিখেছেন : চলুক৷ এটা এখন মেয়েদের রাতারাতি বিখ্যাত ও অর্থশালী হওয়ার সহজ উপায়৷ হোকনা অশ্লীল, ক্ষতিকি যদিকেউ ব্যবহারই করে৷ দুঃখের বিষয় এদের বাবা মা ভাই এ গুলো জেনেও পাঠায় বলে৷৷
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩০
210607
FM97 লিখেছেন : amra tahole sohojei bolte pari- "ma-babar onumotite nongrami Tongue
266701
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই মেয়েগুলি নিজেদেরকে চরম অশ্লীলভাবে উপস্থাপন করে ভাবে তারা প্রগতিশীল হয়ে গেছে। দিনদিন এই সামাজিক ব্যাধি বেড়েই চলেছে। নিয়ন্ত্রণ যারা করবে তারাই উস্কানী দেয়। হায়রে দেশ....হায়রে সমাজ!!!!!
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩১
210608
FM97 লিখেছেন : jara esob dekhe sojjo korche tarao kom dayi na...
266709
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বাংলাদেশে এইসব নিষিদ্ধ করা উচিত্‍ কিন্তু করবেনা কারণ এগুলো দেখতেতো তাদের কাছে সুখ সুখ লাগে।
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
210609
FM97 লিখেছেন : ayojok der chokhe bodh hoy klanti ase...Tongue
266735
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
egypt12 লিখেছেন : উন্নত মানের পতিতা তৈরির প্রশিক্ষণ দেয়াই সুন্দরী প্রতিযোগিতার কাজ :(
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
210610
FM97 লিখেছেন : Applause Applause Applause
266744
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
নূর আল আমিন লিখেছেন : লাক্সের ছোয়ায় আমি সুপার বেশ্যা হয়ে যাই. . .
266756
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩১
সুশীল লিখেছেন : চেহেরা থাকলে দেখাতে সমস্যা কি আপু ? Worried
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৩
210611
FM97 লিখেছেন : oooo mane apne bolte chan--public property hole somossa ki...?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File