***আমার খুঁজে ফেরা***
লিখেছেন লিখেছেন egypt12 ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:১৬:২৩ সকাল
স্বপ্নের প্রেষণে বাস্তব পীড়নে;
আমি একা বেঁচে রই-হৃদয়ের ক্ষরণে।
.
আশা গুলো উড়ে যায়, নিরাশার ঝড়ে-
তবু সুখ খুঁজি হায়, শুকনো এ খড়ে।
.
প্রিয় স্মৃতি দিনে দিনে আরও হয় দামহীন;
চারিদিকে খুঁজি আলো সাথে নিয়ে দূরবীন।
.
দূরবীনও পথ ভুলে হলো ঝাপসা,
সূর্য থেকেও দেখি ঘন কুয়াশা।
.
কুয়াশার বুক চিড়ে দাঁড় টানি আমি,
খুঁজতে সোনালী দিন-তীর বেলাভূমি।
.
১২.০৯.২০১৪
বিষয়: সাহিত্য
১৩৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"আশাগুলো উড়ে যাউ-
নিরাশার ঝড়ে,
তবুও সুখ খুজি হায়-
শুকনো এ খড়ে।।"
আশা-নিরাশার ভেলায় চড়েই জীবন সাগর পাড়ি দিতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে.....
খুঁজতে সোনালী দিন-তীর বেলাভূমি।
কবিতায় বলার কিছু নেই। এক কথায় অসাম। তবে আপনি কৈ থাকেন সেটা নিয়ে প্রশ্ন তুলতেই পারি।
সূর্য থেকেও দেখি ঘন কুয়াশা|
অসাধারণ ভাইয়া|
আমি একা বেঁচে রই-হৃদয়ের ক্ষরণে। - এরকম এক অনুভূতি নিয়ে ছিলেম বেশ কিছুদিন।
অনেক ভালো লাগলো আপনার ছান্দসিক অভিব্যক্তি।
দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন