বেহায়পনা

লিখেছেন লিখেছেন ব্লগার ফতে খাঁ ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৪:১৫ সকাল

দপ করে রহমান সাহেব বসে পড়লেন খাটের উপর।তার প্রতিটা শিরা উপশিরা জ্বালা করছে।মাথার উপরের ফ্যানটা বনবন করে ঘুরছে ।ফ্যানের সাথে তাল মিলিয়ে তার মাথাটা ঘুরছে বনবন করে।

এলাকার একজন সম্ভ্রান্ত মুসলিম হল রহমান সাহেব।তার একমাত্র মেয়ের কোন ইচ্ছা তিনি অপুর্ন রাখেন নি।তার মেয়েকে তিনি অনেক টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়েছেন।

কিন্তু তিন কখনো ভাবেন নি তার মেয়ে তাকে একরকম সারপ্রাইজ দিবে।

একটু আগে তিনি তার মেয়েকে টিভিতে দেখেছেন।হ্যা তারই মেয়ে অর্ধনগ্ন হয়ে দাড়িয়ে আছেন।সেরা সুন্দরী হওয়ার লোভে তার সত্তাকে বিকিয়ে দিচ্ছে।

আর পারেন না রহমান সাহেব।চশমাটা খুলে ভিজে চোখটা আলতো করে মুছে নেন।

মেয়ের উপর প্রচন্ড ঘৃনা এসে যায়।

আর এভাবেই হয়ত একটা ভালো পরিবারের মেয়ে আধুনিকতার করাল গ্রাসে হারিয়ে ফেলে তার মুল্যবান সম্পদ।

আসুন আমরা সেরা সুন্দরী প্রতিযোগিতা নামক বেহায়পনা কার্যক্রম বন্ধ করার জন্য আন্দোলন করে তুলি ।সেই সাথে বর্জন করি এসব অনুষ্ঠান ।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File