***প্রেম প্রত্যয়***

লিখেছেন লিখেছেন egypt12 ১০ জুন, ২০১৪, ০৮:৪৫:২১ সকাল



নবীন প্রেমের নবীন ছন্দে,

হৃদয় ভরায় মায়ার গন্ধে।

.

তোমার হাতেই আজ

আমার এই হাত,

এভাবেই থাক্‌ না

কেটে যাক রাত

.

প্রেম ঘোরে কেটে যাক

যুগ আর যুগ,

লাগবেনা ডাক্তার

সারাতে এ রোগ।

.

আমি ভেসে যেতে চাই

প্রেমের এই স্রোতে,

তুমি যদি সেবা দাও

পুরান এই ক্ষতে।

.

সুখে সুখে কাটবে কি

দিন গুলো সারা,

প্রশ্নটি করে ফেরে

প্রতিদিন তাড়া।

.

এক সুখে কাটে না তো

প্রতি দিন মাস,

বল দুখেও তুমিই রবে

খেলবে না তাস।

.

এসো খাই এক সাথে

প্রেমের প্রসাদ,

সেই স্বাদে ভরে যাবে

দুখের বিস্বাদ।

.

২৫.০৪.১৪

বিষয়: সাহিত্য

১০৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233129
১০ জুন ২০১৪ সকাল ০৯:০৩
আওণ রাহ'বার লিখেছেন : কবি ভাই খুব আবেগ দিয়ে লিখেছেন।
ধন্যবাদ।
১০ জুন ২০১৪ সকাল ০৯:০৮
179792
egypt12 লিখেছেন : মায়া আর আবেগ ছাড়া যে কবিতার জন্ম হয়না Love Struck ;Winking
233151
১০ জুন ২০১৪ সকাল ১০:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : লাইক♥♥♥♥♥♡♡♡♡♥
১০ জুন ২০১৪ সকাল ১০:৪৩
179820
egypt12 লিখেছেন : আপনাকেও লাইক Tongue
233171
১০ জুন ২০১৪ সকাল ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কবিতার ভিতরের ভাবটাকে রসালো করতে পারাটা কবির বড় কৃতীত্ব! দারুন লিখেছেন, একটু অন্যরকম ভালো লাগা....
১০ জুন ২০১৪ সকাল ১১:৫২
179840
egypt12 লিখেছেন : প্রিয় সিরাজ ভাইকে অনেক ধন্যবাদLove Struck
233180
১০ জুন ২০১৪ সকাল ১১:৩৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার অনুভুতি অসাধারন প্রেমানুভুতি....!!!
১০ জুন ২০১৪ সকাল ১১:৫২
179841
egypt12 লিখেছেন : ধন্যবাদ মান্নান ভাই Love Struck
233255
১০ জুন ২০১৪ দুপুর ০২:২০
হতভাগা লিখেছেন :
গাইবো না কোন গান তোমাকে ছাড়া

লিখবো আর তুমিহীনা কবিতা
১০ জুন ২০১৪ দুপুর ০২:৩৮
179883
egypt12 লিখেছেন : হৃদয়ে এঁকে রেখে দেবো তোমার মায়ার ছবিটা Tongue
233279
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২৪
শাহ আলম বাদশা লিখেছেন : প্লাস!
১১ জুন ২০১৪ সকাল ০৮:৩২
180186
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File