***প্রেম প্রত্যয়***
লিখেছেন লিখেছেন egypt12 ১০ জুন, ২০১৪, ০৮:৪৫:২১ সকাল
নবীন প্রেমের নবীন ছন্দে,
হৃদয় ভরায় মায়ার গন্ধে।
.
তোমার হাতেই আজ
আমার এই হাত,
এভাবেই থাক্ না
কেটে যাক রাত
.
প্রেম ঘোরে কেটে যাক
যুগ আর যুগ,
লাগবেনা ডাক্তার
সারাতে এ রোগ।
.
আমি ভেসে যেতে চাই
প্রেমের এই স্রোতে,
তুমি যদি সেবা দাও
পুরান এই ক্ষতে।
.
সুখে সুখে কাটবে কি
দিন গুলো সারা,
প্রশ্নটি করে ফেরে
প্রতিদিন তাড়া।
.
এক সুখে কাটে না তো
প্রতি দিন মাস,
বল দুখেও তুমিই রবে
খেলবে না তাস।
.
এসো খাই এক সাথে
প্রেমের প্রসাদ,
সেই স্বাদে ভরে যাবে
দুখের বিস্বাদ।
.
২৫.০৪.১৪
বিষয়: সাহিত্য
১০৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন