বিপদের মালিক আল্লাহ,
লিখেছেন লিখেছেন ব্লগার শুয়েব আহমেদ ১০ জুন, ২০১৪, ০৭:৪০:০৬ সকাল
একদা সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ডঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল।সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রীভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো।জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে।প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশহয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যেএকটা ছোট ঘর তৈরী করে ফেললো।সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনেরমধ্যে গেল।বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকেআগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়েগিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো," হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাওরেখেছিলে !"পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুমভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো।সে অবাক হয়ে বললো,‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’যখন আমরা খুব বিপদে পরি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি।আমরা ভুলে যাই,'তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যেইকরেন।'
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.qurantoday.com/2Baqarah_Bangla.pdf
মন্তব্য করতে লগইন করুন