,,স্বাগতম,,

লিখেছেন লিখেছেন ব্লগার শুয়েব আহমেদ ০৫ জুন, ২০১৪, ০২:৩৯:১২ দুপুর

বিসমিহি তাআলা,,

প্রিয় বন্ধুগণ, সর্ব প্রথম আপনাদেরকে জানাই আন্তরিক মোবারক বাদ ও প্রীতি শুভেচ্ছা, আমি দীর্ঘ দিন চেষ্টার ফলে আজ ব্লগে আসতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি, শুনেছি ব্লগে অনেক বন্ধু বান্ধব আছেন যারা ভাল ভাল লেখা পোষ্ট করেন এবং তাদের লেখাগুলো পড়তে বারেক মজা লাগে, এই জন্য আপনাদের লেখা গুলো পড়ার ও নিজ নিম্ন অধমের কিছু লেখা পোষ্ট করার জন্য ব্লগে এসেছি, তাই কোন ভূল ত্রুটি হলে নিজের ভাই মনে ক্ষমার দৃষ্টিতে দেখে নিবেন,,,

সবাইকে অভিনন্দন,,

বিষয়: সাহিত্য

১১৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230933
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৪
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকে ব্লগে স্বাগতম। লিখতে ও পড়তে থাকুন দেখবেন মজা লাগবে।
230946
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
সন্ধাতারা লিখেছেন : আপনাকে এই পরিবারের সদস্য হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করে অভিনন্দিত করছি। সেইসাথে আপনি সকল ব্লগারের পক্ষ থেকে একরাশ ফুলেল শুভেচ্ছা নিন।
230994
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : শুভেচ্ছা রইলো আপনার জন্য। মেলে ধরুন নিজেকে প্রকাশ করুন নিজের অনুভূতি। ছড়িয়ে দিন নিজের জ্ঞানের আলো চারিদিকে। আপনার পথ চলা সুন্দর ও গতিময় হোক।
231050
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File