বেলের কাঁটা (চরম নারী বিদ্বেষী পোষ্ট)
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৫ জুন, ২০১৪, ০২:৩৭:৪২ দুপুর
মেয়েদের ত্রুটি নিয়ে কিছু লিখলেই যে ট্যাগটি পেতে হয় সেটি হল; নারী বিদ্বেষী সেটি যেমনটি নারী দ্বারা তেমনটি আবার পুরুষরূপী নারীদ্বারও যা কিনা বাস্তবতা নয়; কোমলতায় পূর্ণ নারীর আকর্ষণে।
ছোট বেলায় মজা করে একটি লাইন শিখেছিলাম ম্যান মানে মানুষ হলে ওম্যান মানে কি অমানুষ? এটা কিন্তু মজা করেই; বাস্তবে আমরা কখনও সে কথা বলতে চাইনে। কেননা আপনারা আছেন বলেই তো সভ্যতায় টিকে আছে সমাজ আর আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাদের এমন আকর্ষণ রূপে তৈরী করেছেন যেখানে আকর্ষিত না হয়ে উপায় নাই। আর উপায় নাইয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনারা চলেন আপনাদের মত।
ঘর থেকে বাহিরে সব জায়গাতেই আপনারা নিয়ে থাকেন অধিক থেকে অধিকতর সুযোগ সুবিধে। আর ১০০তে ১জন হয়তো বউ পেটায় সেটাকে আমনে নিয়ে আপনার পিছিয়ে আছেন বলে প্রচার করে থাকেন সর্বদায়।
আপনাদের মাঝে অধিকাংশ ক্ষেত্রে যেটি চোখে পরে সেটি হল স্বামীরবাড়ীকে কখনও নিজের বাড়ী মনে করেন না বলেই সর্বদা তোমার সংসার; তোমার বাড়ী; তোমার ছেলে মেয়ে--- তোমার মা বাবা----------------- - - - - - - - -- - - - - - রবে মুখরিত থাকেন সবাই। অধিকাংশ ক্ষেত্রে যেটি লক্ষ্যনীয় সেটি হল আমার বাবা মা/ ভাই বোন/ আত্মীয় স্বজন নিয়েই সর্বদা কথা বলেন; কখনও আপনাদের দেখা যায় না মা বাবা ভাই বোন সমতুল্য করে বলতে গর্বের সহিত আমার দেবর আমার ননদ; - - - - - - - - - -। এই কথায় আপনি হয়তো হাজারে একজনার উদাহরণ টেনে সেটি নারী জাতির উদারতা বলে প্রকাশ করবেন। কিন্তু অন্যদিকে একটি ছেলে সর্বদায় নিজের শ্বশুর শ্বাশুরী মাতৃ সমতুল্যই মনে করে এবং শালা/শালী তথা শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন নিয়ে গর্ববোধই করে থাকে। যদুমদু কদু টাইপের একজন যার সংখ্যা ১০০তে ১ও হবে না সেটি এখন সামনে নিয়ে আসবেন আপনার।
সংসারিক জীবনে এরকম হাজারো দিক তুলে ধারা যাবে আপনাদের কিন্তু অধিকাংশ ছেলেই এ সব খারাপ দিকগুলি সুন্দর ভাই নিয়ে চলে থাকে।
কর্মক্ষেত্রের কথা বলতে গেলে তো বলে শেষ করা যাবে না; যেখানে আপনাদের নরম সুরের মায়াজালে আটকে আমরা কথাকিছুই না করে থাকি প্রতিনিয়ত। মাসে আপনাদের ছুটি লাগে অনন্ত ১০দিন ১ঘন্টা আগে হলেও আর ১/২দিন পূর্ণ ছুটি থাকবেই আর অফিস টাইমের বাইরে তো করতেই চাইবেন না কাজ কখনও বিভিন্ন অজুহাতে। সুন্দর মিকি সুরে ভাইয়া ডেকে প্রতিনিয়তই আপনারা সুবিধে আদায় করে চলবেন। যারা থাকেন অবিবাহিত তাদের জন্য তো থাকে স্পেশাল সুবিধে মিহি গলার ভাইয়া ডাকে মুগ্ধ হয়ে আর যারা থাকেন সংসারী তারা তো আরো বেশী। আর আমার বাচ্চার সমস্যা কাল বাবা আসছেন পরশু বাসায় একটু কাজ পড়ে গেছে তারপরদিন শরীর খারাপ।
এ তো গেল ছুটি সংক্রান্ত। প্রতিনিয়তই বুঝি না ভাইয়া, দেখিয়ে দেন, করে দেন সংক্রান্ত কথাবার্তায় যে ভাবে আপনারা মুখরিত রাখেন তাতে অভিজ্ঞরা একটু বিনোদিই হয় বটে; আর এই বিনোদিতর সুবাদেই আপনার এগিয়ে চলেছেন সামনের দিকে।
পথে ঘাটে বাসে ট্রেনে আপনাদের জন্য আছে বিশেষ সুযোগ, আর যদি আপনারা দাঁড়িয়ে থাকেন সর্বদায় দেখা যায় কোন না কোন ছেলে আপনাকে ছিট করে দিচ্ছে নিজের আসন ছেড়ে দিয়ে আপনাদের স্বজাতি কিন্তু কখনও সেই কাজটা করে না আপনাদের ক্ষেত্রে এবং ছেলে জাতির ক্ষেত্রেতো বটেই।
হাজারো সুবিধে নিয়ে আপনারা এগিয়ে চলেছেন আর সামনে যদি কেও সে সুবিধে নিয়ে কথা বলে থাকে দিয়ে দেন ট্যাগ তাকে নিরী বিদ্বেষী।
বিষয়: বিবিধ
২২৪৪ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা সিনারিও তুলে ধরি :
আপনি পাড়ার খুব ভাল ছেলে । সকলের বিপদে আপনি এগিয়ে আসেন । সবাই আপনাকে খুব পছন্দ করে । আপনারা দুই ভাইবোন । আপনি বড় ।
আপনাদের পাড়াতে উঠতি মাস্তানেরা মেয়েদের আসতে যেতে নানাভাবে উত্যক্ত করে । পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা যে আপনার বোনের বান্ধবীও সেই তাদের নির্মম শিকার ।
এসবের একটা বিহীত করতে আপনি আপনার সমমনা বন্ধুদের নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেন , প্রতিহত করলেন এবং এ ব্যাপারে সকলকে এক করতে পারলেন ।
ফলে আপনার পাড়ায় এই সমস্যা আর নেই বললেই চলে । সবাই আপনাকেই বাহবা দেয় আপনার এই চমতকার ও কার্যকর সামাজিক উদ্যোগের জন্য ।
হয়ে গেলেন পাড়ার আসল হিরো । ফলে সুন্দরী মেয়েটিও আপনাকে পছন্দ করে ফেললো । বোনের বান্ধবী হওয়ায় বোন এক্ষেত্রে প্রভাবকের কাজ করলো । প্রিয় ভাইয়ের জন্য প্রিয় বান্ধবীকে পেয়ে সে খুব খুশীই হল ।
বিয়ে হয়ে গেল আপনাদের । মাস দুয়েক যেতেই খুলে পড়তে লাগলো সুন্দরীর মুখোশ । বুঝতে পারলেন যে এসব মেয়েদের গুন গ্রাহীর অভাব হয় না ।
ভাল ছেলে হলেও এখনও ইনকাম খুব একটা ভাল না হওয়ায় প্রায়ই সে আপনাকে খোটা দেয় । আর খুবই স্বাভাবিক নিয়মে আপনার মা ও বাবার সাথে সন্মানজনক ব্যবহার করে না ।
ফলে আপনার জীবনটা নরকে পরিনত হতে থাকে । যে আপনি ছিলেন সদা হাসোজ্জল , পরোপকারী - সেই আপনারই মাস ছয়েক যেতে না যেতে মুখের হাসি উধাও হয়ে গেছে ।
সারাক্ষন সেই সুন্দরী আপনার সংসারে খিটিমিটি লাগিয়ে রাখে এবং আপনার মায়ের সাথে রাফ ব্যবহার করতেই থাকে । সংসারের কোন কাজই সে করে না পারত পক্ষে । উল্টো দিকে তার আত্মীয় স্বজন এলে আপনাকে দিয়ে বিশাল খরচ করায় ।
সংসার চালাতে গিয়ে এখন আপনার অবস্থা খুবই করুন । বাবা মায়ের ঠিকমত দেখভাল করতে পারেন না ।
ঐ দিকে আপনার বোনেরও বিয়ে হয়ে গেছে আপনার আগেই । এবং সে সংসার করছে দূরে কোথাও গিয়ে স্বামীর সাথে ।
এক সময়ের বান্ধবী এবং এখন ভাবীকে নিয়ে তার পরম শ্রদ্বেয় ভাই যে খুব সাফার করছে তা সে শুনতে পায় দূর থেকে , বাসায় আসলে দেখেও । ভাবী যে তার মা বাবাকেও কষ্ট দেয় সেটাও তার অজানা নয় ।
এক সময়ে যে ভাই তাদের জন্য লড়েছে , পাড়ার ইভটিজার যারা কি না তারই স্বজাতি , তাদেরকে সাইজ করেছে , মানব বন্ধন করেছে সবাইকে এক করে এনেছিল যার ফলে পাড়ার অন্যান্য বোনেরাও হাফ ছেড়ে বেচেছিল ইভ টিজারদের হাত থেকে - এখন সেই ছেলেটির/ভাইটির দূর্দশায় সেই বোন বা বোনেরা কি তারই মত এরকম কিছু করে তাদেরই স্বজাতি ভাবীদের হাত থেকে ভাইটির তথা তার পরিবারের দূর্দশা দুর করতে এগিয়ে আসে ?
আসে কি কোন আপন বোন কোন মানব বন্ধন করতে বা শক্ত প্রতিরোধ করতে তারই ভাবীর বিরুদ্ধে ভাইয়ের পক্ষে যে ভাই কি না এক সময় তাকে ইভ টিজারের হাত থেকে বাঁচিয়েছিল ?
আসে না , কারণ সেই বোনটিও তো আরেক সংসারে গিয়ে আগুন জালিয়ে রেখেছে । আর সেজন্যই সে পারে না স্বজাতি ভাবীর হাতে ভাই ও মায়ের নিগৃহীত হওয়ার কার্যকর কোন প্রতিবাদ করতে ।
‘জগতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ।’
যে কোন লেখায় ও মন্তব্যে ব্যালেন্স রাখাটা খুবই জরুরী মনে করি ।
দ্বিতীয়কথা, চোরবালি ভাইয়ের জন্য,...টিয়া পাখি কইলে বুঝি রাগ ভাঙ্গে?
কি মজা ..কি মজা..শিখে ফেলেছি কাজে লাগবে...
অনেক ধন্যবাদ। নারি বিদ্বেষি শুনতে শুনতে আমি শিবের মত নিলকন্ঠ হয়ে গিয়েছি।
একটা ভাল শব্দ শিখলাম। ওম্যান মানে অমানুষ!!
আমি প্রথমে চোরাবালি'র উদ্দেশ্য বলছি ধারুন লিখেছেন। তবে লেখায় আরো অলঙ্কার দিতে পারতেন। লেখায় যে কটি স্টেপ উল্লেখ করেছেন সবই বাস্তব। কোন সন্দেহ নেই।
আর আমাদের হতভাগা তো ব্যপারটা আরো খুলে ধরেছেন।হতভাগা অবশ্যই গঠনমূলক কমেন্ট করে থাকেন। ইতি...
ঈমানে কইলাম...
ভাইরে..ও ভাই বিয়া সাদী করি নাই!...
আমি আপনারে সাপোর্ট দিতে পারলাম না@...
বোবার কোন শক্র নাই!..পাছে বিয়াডা ভাইঙ্গা যাইবো...
হাচা কথা কইলেরে ভাই
গোস্সা হয় কেউ কেউ
হাচা কথা মনের গাঙ্গে
দেয় বেদনার ঢেউ।
মিছামিছি পাম দিয়া যান
আপনি ভালা লোক
হাচা কথা কইলেই শেষ
খুইল্লা যাবে মুখ।
বাকিটা আমার ব্লগে....
গোস্সা হয় কেউ কেউ
হাচা কথা মনের গাঙ্গে
দেয় বেদনার ঢেউ।
একজনতে চিনতাম, খোকার মা ব্যপক ঝাড়ি দিলে সে গোটা নারী জাতির বিরুদ্ধে কথা বলত
তবে আমার মনেহয় পোষ্টটি একপেষে হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন