***আল্লাহ্***
লিখেছেন লিখেছেন egypt12 ০৭ জুন, ২০১৪, ০৯:১০:২৫ সকাল
আল্লাহ্ তোমায় ভালোবাসি
রাসুল আমার মোহাম্মদ(সঃ),
সে মায়াতে সেজদায় লুটি
সবার চাইছি 'ঐক্য'মত।
.
আল্লাহ্ তোমার এই ধরাতে
তোমার কত মায়া,
সকল সৃষ্টি ডেকে তোমায়-
পায় আরশের ছায়া।
.
ঐ ছায়াতে কত পথিক
নিলো যে বিশ্রাম,
বিশ্রাম নিয়ে স্মরে তারা
তোমার সুন্দর নাম।
.
আল্লাহ্ নামটি অনেক মধুর
প্রতিক ঐক্য ইমানী,
ঐ নামটিই জপে সবাই
আরব-তুরানী-ইরানি।
.
পবিত্র ঐ মহান নামে
নাই তো কোন বিরোধ,
শিয়া-সুন্নি-ওহাবী সবার-
আছে একই বোধ।
.
আল্লাহ তোমার দ্বীনের সবাই
এক হোক করি দোয়া,
সবার জন্য কমন দাওয়াই
পাক কালা'মের ছোঁয়া।
.
০৩/০৫/২০১২
বিষয়: সাহিত্য
৮৬০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক হোক করি দোয়া,
সবার জন্য কমন দাওয়াই
পাক কালা'মের ছোঁয়া।
কবি লিখুন আপনার লিখাতে চিন্তার খোরাক পাই ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন