***প্রেম সন্ধি***

লিখেছেন লিখেছেন egypt12 ০৫ জুন, ২০১৪, ০৯:০৪:৩৬ সকাল



কি সুন্দর তুমি!

এঁকে যাই আমি-

তোমার শরীরী ছায়া,

বুক জুড়ে আজ মায়া।

.

মায়া গুলো তুমি নেবে তো বল?

মন করে আনচান,

ভালোবাসার তো মুল্য হয়না-

ভালোবেসে প্রতিদান।

.

ভালোবাসা নিয়ে ভালোবাসা দিলে-

হয় নাতো বধূ সুদ,

তাইতো আমি তোমার প্রেমের

নেশায় হয়েছি বুদ।

.

প্রেমের নেশাটা ছাড়েনাতো জানি-

জনম জনম রয়,

এভাবে যে রবে দুজনার-এ প্রেম

অমর ও অক্ষয়।

.

স্বপ্ন ছবিটা একার নয়তো

দুজন মিলে দেখি

দুজনার বুক একি ফ্রেমে বাধা

একি আল্পনা আঁকি।

.

আল্পনা গুলো পুরনো হবেনা

হবে আরও প্রাণবন্ত;

এই এ প্রেমের শুরু হবে ঠিক

থাকবেনা কোন অন্ত।

.

অন্তহীন এ প্রেমের জালেতে

আমি-তুমি হবো বন্ধী,

এটাই হোকনা বাসরের ক্ষণে

বর ও বধূর সন্ধি।

.

০৫.০৬.১৪

বিষয়: সাহিত্য

১২৬৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230798
০৫ জুন ২০১৪ সকাল ০৯:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : স্বপ্ন ছবিটা একার নয়তো
দুজন মিলে দেখি
দুজনার বুক একি ফ্রেমে বাধা
একি আল্পনা আঁকি।

এত ভালোবাসেন কেন ভাই
ভালোবাসলে যে দুঃখ পেতে হয় Broken Heart Broken Heart Broken Heart
০৫ জুন ২০১৪ সকাল ০৯:২৮
177559
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমি দুঃখ পাইনা কেন?
আমার বন্ধুরা বলে আমার আবেগ নাই।
সত্যি?
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৬
177572
egypt12 লিখেছেন : @হারিয়ে যাবো তোমার মাঝে- ভাই এটা একটা গল্পের জন্য লিখা...আর গল্পটা বিয়ে নিয়েই মজার করে সাজানো Love Struck Love Struck Love Struck
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৭
177576
egypt12 লিখেছেন : @আওণ রাহ'বার- ভাই দুঃখ আসলে কূল পাবেন না তাই দুঃখহীনই ভালো Love Struck
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৮
177577
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সত্যিকার ভালোবাসলে সেখানে আবেগটা অটো চলে আসে। আর এই আবেগের যখন কেউ মূল্য দেয় না তখন দুঃকটাও অটো চলে আসে আওণ রাহ'বার
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
177581
আওণ রাহ'বার লিখেছেন : ভালোবাসা আবেগ এর একটা সীমা আছে এটা এর বাহিরে গেলেই ধ্বংস।
Good Luckআর যে আল্লাহকে ভুলে যায় সে নিজেকে কখনও চিন্তে পারেনা।
Good Luck গিভ এন্ড টেক ভালোবাসাকে আমি অপছন্দ করি
Good Luck আরে ভালোবাসাতো হবে নিঃশর্ত এবং নিঃস্বার্থ
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৬
177584
egypt12 লিখেছেন : @আওণ রাহ'বার- গিভ এন্ড টেক ভালোবাসাকে আমিও অপছন্দ করি

সত্যিই ভালোবাসাতো হবে নিঃশর্ত এবং নিঃস্বার্থ Good Luck Good Luck
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৭
177585
egypt12 লিখেছেন : @হারিয়ে যাবো তোমার মাঝে-

যে কখনো ভালোবাসেনি সে ভালোবাসার আবেগ বোঝেনা Yawn
230801
০৫ জুন ২০১৪ সকাল ০৯:২৯
আওণ রাহ'বার লিখেছেন : প্রেম যখন রবের নির্ধারিত হুকুমে হয় তখন সেটা শান্তির কারন হয়।
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৮
177578
egypt12 লিখেছেন : এটাই ঠিক

অন্তহীন এ প্রেমের জালেতে

আমি-তুমি হবো বন্ধী,

এটাই হোকনা বাসরের ক্ষণে

বর ও বধূর সন্ধি। Love Struck
230866
০৫ জুন ২০১৪ সকাল ১১:৫০
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Applause Rose
০৫ জুন ২০১৪ সকাল ১১:৫৯
177630
egypt12 লিখেছেন : ধন্যবাদ গাফফার ভাই আপনার রিকু. একসেপ্ট করেছি Love Struck
230899
০৫ জুন ২০১৪ দুপুর ০১:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার এই রোমান্টিক কবিতাগুলো মুক্তছন্দে লিখলে ভাবটা আরো প্রখর হবে...
০৫ জুন ২০১৪ দুপুর ০১:৪৭
177666
egypt12 লিখেছেন : আমার কেন জানি বদ্ধ ছন্দে লিখতে ভালো লাগে, তবে আপনার উপদেশ সামনে মাথায় রাখবো Love Struck

অনেক ধন্যবাদ Love Struck
231033
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছেলেটার মাথা দেখি দিন দিন...কেউ খাচ্ছে!!!!
০৭ জুন ২০১৪ সকাল ০৮:৪৩
178397
egypt12 লিখেছেন : আপনার এমন কেন মনে হলো *-Happy
231403
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
শেখের পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জুন ২০১৪ সকাল ০৮:৪৩
178398
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File