***প্রেম সন্ধি***
লিখেছেন লিখেছেন egypt12 ০৫ জুন, ২০১৪, ০৯:০৪:৩৬ সকাল
কি সুন্দর তুমি!
এঁকে যাই আমি-
তোমার শরীরী ছায়া,
বুক জুড়ে আজ মায়া।
.
মায়া গুলো তুমি নেবে তো বল?
মন করে আনচান,
ভালোবাসার তো মুল্য হয়না-
ভালোবেসে প্রতিদান।
.
ভালোবাসা নিয়ে ভালোবাসা দিলে-
হয় নাতো বধূ সুদ,
তাইতো আমি তোমার প্রেমের
নেশায় হয়েছি বুদ।
.
প্রেমের নেশাটা ছাড়েনাতো জানি-
জনম জনম রয়,
এভাবে যে রবে দুজনার-এ প্রেম
অমর ও অক্ষয়।
.
স্বপ্ন ছবিটা একার নয়তো
দুজন মিলে দেখি
দুজনার বুক একি ফ্রেমে বাধা
একি আল্পনা আঁকি।
.
আল্পনা গুলো পুরনো হবেনা
হবে আরও প্রাণবন্ত;
এই এ প্রেমের শুরু হবে ঠিক
থাকবেনা কোন অন্ত।
.
অন্তহীন এ প্রেমের জালেতে
আমি-তুমি হবো বন্ধী,
এটাই হোকনা বাসরের ক্ষণে
বর ও বধূর সন্ধি।
.
০৫.০৬.১৪
বিষয়: সাহিত্য
১২৬৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুজন মিলে দেখি
দুজনার বুক একি ফ্রেমে বাধা
একি আল্পনা আঁকি।
এত ভালোবাসেন কেন ভাই
ভালোবাসলে যে দুঃখ পেতে হয়
আমার বন্ধুরা বলে আমার আবেগ নাই।
সত্যি?
আর যে আল্লাহকে ভুলে যায় সে নিজেকে কখনও চিন্তে পারেনা।
গিভ এন্ড টেক ভালোবাসাকে আমি অপছন্দ করি
আরে ভালোবাসাতো হবে নিঃশর্ত এবং নিঃস্বার্থ
সত্যিই ভালোবাসাতো হবে নিঃশর্ত এবং নিঃস্বার্থ
যে কখনো ভালোবাসেনি সে ভালোবাসার আবেগ বোঝেনা
অন্তহীন এ প্রেমের জালেতে
আমি-তুমি হবো বন্ধী,
এটাই হোকনা বাসরের ক্ষণে
বর ও বধূর সন্ধি।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন