টুডে ব্লগ কর্তৃপক্ষ সমীপে।

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৫ জুন, ২০১৪, ০৮:৩৫:৫৫ সকাল

দীর্ঘ দিন যাবত ব্লগে আছি। আগে পিসি থেকে ব্লগিং করতাম। কিন্তু পিসি অকেজো হওয়ায় এখন মাত্র পাঁচ হাজার টাকা দামের এনড্রয়েড সেট থেকেই ব্লগিং করতে হয়। সমস্যা সেটা নয়। সমস্যা হল এই সেট থেকে ব্লগে মন্তব্যের জবাব দেওয়া যায়না। জবাবের অপশন থাকলেও জবাব কিছুতেই পোস্ট হয়না। আমার মনেহয় ব্লগের সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারনেই আমার কমদামি সেট কাজ করে না। আশা করি ব্লগ কর্তৃপক্ষ আমার মত কমদামি সেট ব্যবহারকারী দের কথা বিবেচনায় রেখে তাদের সার্ভারের প্রযুক্তিগত উন্নয়ন ঘটাবেন। তাদের জন্য রইল শুভকামনা।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230806
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভালো বলেছেন। অনেকেই এইরকম কথা বলে কিন্তু কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। তবে আশা করি দিবে।
230928
০৫ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সমস্যাটির আশু সমাধান আশা করছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File