হাসিনা এবং শামীম ওসমান ও যে জড়িত তাও বেরিয়ে আসবে জিয়াউল হাসানকে যদি গরম ডিম দিয়ে রিমান্ডে নেয়া হয়

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ জুন, ২০১৪, ০৮:৩২:৫৫ সকাল



থলের বিড়াল বেরিয়ে আসছে। নিজের জান বাচাতে চোরে চোরে মাসতুত ভাইদের নাম বলা শুরু করেছে।

জিয়াউল আহসানকে ধরে ভাল করে প্রশ্ন করলে শামীম ওসমান আর হাসিনার কাহিনী ও বেরিয়ে আসবে।

শামীম গুলিতে মরার কথা বলছে কারণ সে নুর হোসেনের সাথে বেঈমানী করেছে।

শামীম হাসিনার ওপর ভরসা করে নজরুলকে হত্যার গ্রীন সিগনাল দিয়েছিল। এখন সব কুল হারা - তাই হাসিনার পায়ে ধরে ভেউ ভেউ করছে।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230807
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : থলের বিড়াল বেরিয়ে আসুক সেটাই চাই।
230813
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৫০
সালাম বাংলাদেশ লিখেছেন : বিড়ালের দিন শেষ হয়ে আসছে, আর মাত্র কিছু দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File