"সূহৃদ ভাইদের কাছে একজন দুঃস্থ অসহায় ভাইয়ের পক্ষে সাহায্যের আবেদন৷"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ জুন, ২০১৪, ০৮:২৪:৪৮ সকাল
জনাব/ম্যাডাম,
বিনিত নিবেদন এইযে, বাড়ি এসে আমার গ্রামের হাল হকিকত দেখলাম৷ যার মধ্যে এমন এক ভাইকে পেলাম যিনি অত্যন্ত শোচনীয় ও দুরবস্থার মাঝে পড়ে দুচোখে অন্ধকার দেখছেন৷ নিজের বয়স হয়েছে, একমাত্র উপার্জনক্ষম পুত্র, ড্রাইভার, ২০০৭ সাত সালে দুর্ঘটনায় একটি পা হারায়৷ যাতে করে তার মা সম্পূর্ণ মানসীক ভার সাম্য হারিয়ে ফেলে৷ ঘরে বিবাহ যোগ্য মেয়ে, কিন্তু পাগলের মেয়ে বলে কেউই এগোয়না৷ ডা্ক্তাররা বলেছেন, পাবনায় নিলে সুস্থ হবে, কিন্তু একজন রিক্সা চালকের পক্ষে তার ব্যয়ভার বহণ করা সম্ভব নয়৷ পঙ্গু ছেলে এক সহৃদয় ব্যাক্তির কারখানায় তার উপযুক্ত সামান্য কাজ করে কোন রকমে সংসার চালায়৷ কিন্ত পাবনার মানসীক হাসপাতালের খরচ বহণ সম্ভব নয়৷ প্রাথমিক অবস্থায় পনের হাজার টাকার প্রয়োজন৷ যদি এ আবেদনে কারও হৃদয় সাড়া দেয় আর আমার আবেদনে বিশ্বাস হয় তবে সাহায্যের আবেদনে সাড়া দিতে অনুরোধ রইল৷
পুনশ্চ;-আমি আমার সাধ্যমত সহযগীতার আশ্বাস দিয়েছি৷
সাহায্য পাঠাবার ঠিকানা;-মোঃ রফিকুল ইসলাম
সঞ্চয়ী হিসাব নং;১১০১৫
রূপালী ব্যাঙ্ক,খালিশপুর শাখা,
খুলনা, বাংলাদেশ৷
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য ।
মন্তব্য করতে লগইন করুন