***ক্ষয়িন্সু যুবসমাজ***
লিখেছেন লিখেছেন egypt12 ০৩ জুন, ২০১৪, ০৮:৫৮:২৯ সকাল
হতাশায় আজ যুব সমাজ
চলছে খুজে সুখ,
সুখের আশায় তাইতো তারা
দিচ্ছে নেশায় ডুব।
.
চারি'দিকে হাহা'কারে-
নেই' কোন ভরসা,
দিকে দিকে পতন ধ্বনি
আকাশ ভরা কুয়াশা।
.
কোথায় যাবে যুব শক্তি
প্রেরনা দেবে কে?
তাইতো অচিন মায়ার ভ্রমে
নেশায় ডুবছে সে।
.
চাকরিটা আজ সোনার হরিন
বিদেশের দ্বার বন্ধ,
বঞ্চনা আর পেটের দায়ে
চেনেনা ভাল-মন্দ।
.
আমার দেশের যুব সমাজ
ধ্বংস হচ্ছে ধীরে,
তাইতো সকল নষ্ট শকুন
এই আকাশে উড়ে।
.
আমার দেশের যুব শক্তি
আমার দেশের আশা,
ধ্বংস হচ্ছে দিনে দিনে
সকল আশাই মিছা।
.
কে কাটাবে হতাশা আজ
কে কমা'বে দুঃখ?
যার কাছে অনেক আছে
তার কাঁদে কি বুক?
.
এমন ভাবে চলবে কেমন?
সামনে দেখি অন্ধকার,
কেউ নেয়'কি একটুকু খোঁজ?
সবাই বসে নির্বিকার!
.
ইয়াবা সীসা ফেন্সিডিলে
মগ্ন যুব সমাজ,
কাজের খোঁজ তো কেউ দেয়না
ব্যাস্ত নিয়ে আকাজ।
.
নেতা থাকে মঞ্চে বসে
যুবার সপ্ন হাজার,
নেতার জন্য সব দিলেও
যুবক থাকে বেকার।
.
তাইতো যুবক পেটের দায়ে
ভুল পথে দেয় স্রম,
ভুলের ঘোরে ঝরে গেলেও
ভাঙ্গে-না আজ ভ্রম।
.
এখন বলুন ওই ভুলেতে
দায়ী কি সে একা?
কিসের মায়ায় স্বপন দেখি
আমরা চরম বোকা।
.
যুব শক্তি-দেশের শক্তি;
তারাই দেশের প্রান,
ধ্বংস যদি তাদেরই হয়,
থাকবে দেশের মান!?
.
২২ মে ২০১২,
বিষয়: সাহিত্য
১০১৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু প্রেমিকাকে হোটেলে খাওয়ানর পয়সা আছে। কনসার্ট এ যাওয়ার পয়সা আছে। আর ড্রাগস নিতে যে পরিমান টাকা একমাসে খরচ হয় তা দিয়ে সহজেই একটা ছোট দোকান দেয়া যায়। কিন্তু শিক্ষার!! গর্বে গর্বিত এই যুবসমাজ কেরানির চাকরি করতে ইচ্ছুক কিন্তু কষ্ট করে ক্ষুদ্র ব্যবসাকে ঘৃনার চোখে দেখে। এই যুব সমাজের ধ্বংসই কাম্য।
উপায় হবে কি?
উপদেশের বস্তা সেথা,
ভষ্মে ঢালা ঘি৷
মন্তব্য করতে লগইন করুন