***ক্ষয়িন্সু যুবসমাজ***

লিখেছেন লিখেছেন egypt12 ০৩ জুন, ২০১৪, ০৮:৫৮:২৯ সকাল



হতাশায় আজ যুব সমাজ

চলছে খুজে সুখ,

সুখের আশায় তাইতো তারা

দিচ্ছে নেশায় ডুব।

.

চারি'দিকে হাহা'কারে-

নেই' কোন ভরসা,

দিকে দিকে পতন ধ্বনি

আকাশ ভরা কুয়াশা।

.

কোথায় যাবে যুব শক্তি

প্রেরনা দেবে কে?

তাইতো অচিন মায়ার ভ্রমে

নেশায় ডুবছে সে।

.

চাকরিটা আজ সোনার হরিন

বিদেশের দ্বার বন্ধ,

বঞ্চনা আর পেটের দায়ে

চেনেনা ভাল-মন্দ।

.

আমার দেশের যুব সমাজ

ধ্বংস হচ্ছে ধীরে,

তাইতো সকল নষ্ট শকুন

এই আকাশে উড়ে।

.

আমার দেশের যুব শক্তি

আমার দেশের আশা,

ধ্বংস হচ্ছে দিনে দিনে

সকল আশাই মিছা।

.

কে কাটাবে হতাশা আজ

কে কমা'বে দুঃখ?

যার কাছে অনেক আছে

তার কাঁদে কি বুক?

.

এমন ভাবে চলবে কেমন?

সামনে দেখি অন্ধকার,

কেউ নেয়'কি একটুকু খোঁজ?

সবাই বসে নির্বিকার!

.

ইয়াবা সীসা ফেন্সিডিলে

মগ্ন যুব সমাজ,

কাজের খোঁজ তো কেউ দেয়না

ব্যাস্ত নিয়ে আকাজ।

.

নেতা থাকে মঞ্চে বসে

যুবার সপ্ন হাজার,

নেতার জন্য সব দিলেও

যুবক থাকে বেকার।

.

তাইতো যুবক পেটের দায়ে

ভুল পথে দেয় স্রম,

ভুলের ঘোরে ঝরে গেলেও

ভাঙ্গে-না আজ ভ্রম।

.

এখন বলুন ওই ভুলেতে

দায়ী কি সে একা?

কিসের মায়ায় স্বপন দেখি

আমরা চরম বোকা।

.

যুব শক্তি-দেশের শক্তি;

তারাই দেশের প্রান,

ধ্বংস যদি তাদেরই হয়,

থাকবে দেশের মান!?

.

২২ মে ২০১২,

বিষয়: সাহিত্য

১০১৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229863
০৩ জুন ২০১৪ সকাল ১০:১৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০৩ জুন ২০১৪ সকাল ১০:২২
176603
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইLove Struck
229896
০৩ জুন ২০১৪ দুপুর ১২:০২
আব্দুল গাফফার লিখেছেন : লেখা সহ কবিকে ঝুলানো হক ।সময় উপযোগী লেখা অনেক ধন্যবাদ
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৫৮
176750
egypt12 লিখেছেন : দেখা যাচ্ছে আপনিই ঝুলে আছেন Tongue Winking)
০৩ জুন ২০১৪ রাত ০৯:৪১
176958
আব্দুল গাফফার লিখেছেন : ওহ!তাইতCrying Tongue
০৪ জুন ২০১৪ সকাল ০৮:৫৯
177042
egypt12 লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৯
177122
আব্দুল গাফফার লিখেছেন : এই ডিয়ার আপনি কি ফেবুতে আছেন? Love Struck Love Struck
229913
০৩ জুন ২০১৪ দুপুর ১২:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাকরি নাই বেকার!
কিন্তু প্রেমিকাকে হোটেলে খাওয়ানর পয়সা আছে। কনসার্ট এ যাওয়ার পয়সা আছে। আর ড্রাগস নিতে যে পরিমান টাকা একমাসে খরচ হয় তা দিয়ে সহজেই একটা ছোট দোকান দেয়া যায়। কিন্তু শিক্ষার!! গর্বে গর্বিত এই যুবসমাজ কেরানির চাকরি করতে ইচ্ছুক কিন্তু কষ্ট করে ক্ষুদ্র ব্যবসাকে ঘৃনার চোখে দেখে। এই যুব সমাজের ধ্বংসই কাম্য।
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
176751
egypt12 লিখেছেন : যারা ভালো রয়েছে এসবের ভিড়ে তাদের স্যালুট Happy
229921
০৩ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
আবু আশফাক লিখেছেন : সচেতনতামূলক দীর্ঘ কবিতা ভালো লাগলো। ধন্যবাদ।
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
176752
egypt12 লিখেছেন : ধন্যবাদ আশফাক ভাই Love Struck
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
177349
আবু আশফাক লিখেছেন : আমি আশফাক নই, আশফাকের বাবা!
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
177582
egypt12 লিখেছেন : সর‍্যি ভাই ;Winking
230145
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
শেখের পোলা লিখেছেন : ঘূণ ধরেছে এ সমাজে,
উপায় হবে কি?
উপদেশের বস্তা সেথা,
ভষ্মে ঢালা ঘি৷
০৪ জুন ২০১৪ সকাল ০৯:০০
177043
egypt12 লিখেছেন : ঠিক...ঘিয়ের সাথে আগুনের উত্তাপে সবাই পুড়ে চলেছে Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File