***নজরুল তুমি***
লিখেছেন লিখেছেন egypt12 ২৫ মে, ২০১৪, ০৮:৪৩:৪০ সকাল
নজরুল তুমি আঁধার আকাশে
ছিলে যে চন্দ্র জ্যাতি,
তোমাকেই আজও ভুলতে পারেনি
বিপ্লবী এই জাতি।
.
বিদ্রোহী তুমি আমার মনে-
আজও আনো যে তেজ!
আজও কোটি তরুন বুকে
তুমি আছ সতেজ।
.
জনম দুঃখী নজরুল তুমি
ভাবতে দেশের কথা,
তোমার দুঃখ ভাবতে গেলে
মনে আজও পাই ব্যাথা।
.
হত-ভাগা এক নার্গিস ছিল
তোমার বুকের স্পন্দন,
বিরহ ব্যাথা ভুলতে নারি
আজও করে যায় ক্রন্দন।
.
বিপ্লবী তুমি কথায় নয়তো
কাজেও ছিলে বটে,
তাইতো তুমি মহা-যুদ্ধের
ভার নিলে নিজ পিঠে।
.
মুসলিম আমি বীর বলেছ-
ভুলি নাই মোরা আজও,
শির উঁচু করি তুমি চলেছ-
মান নাই বাঁধা রাজ-ও।
.
শিকল ভাঙ্গার গান এখনও
প্রেরনা জাগায় প্রতিবাদের,
মনেতে আসে তেজ যে অনেক-
ভাঙ্গি মাথা তাই জল্লাদের।
.
নজরুল তুমি এমন কেন
কিছুই নাকি মানতে না!?
কখনই তুমি ব্রিটিশ রাজের
দরবারে মাথা ঠুকতে না!?
.
নজরুল তুমি আমার প্রেরনা
ভালোবাসি তোমায় আজও,
বিপ্লবী সেই পথই সাধনা-
মনে পুষি ঐ-তেজও।
.
২৭/০৪/২০১২
বিষয়: সাহিত্য
১১৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালোবাসি তোমায় আজও,
বিপ্লবী সেই পথই সাধনা-
মনে পুষি ঐ-তেজও।
আমাদের অহংকারের কবিও আজ প্রশ্নবিদ্ধ। জাতির এ দুর্দিনে দেশমাতা প্রসব করে নজরুলের মত জাতির মুক্তিকামী মানুষদের। কিন্তু নিষ্টুর আর নির্মমতার পদভারে নুইয়ে পড়া এ জাতি যেন একদল জারজ সন্তানের চক্রান্তের শিকার। জাতির জিনিয়াসদের হত্যা করে নিজেকে টিকে রাখতেই এরা অন্ধ।
ধন্যবাদ। নজরুলকে নিয়ে আপনার আবেদনময়ী কবিতাটি সত্যিই চমৎকার।
অসাধারন কবিতা
মন্তব্য করতে লগইন করুন