স্মরণেঃ মন আগ্নি
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৫ মে, ২০১৪, ০৭:০৭:৩০ সকাল
যে মোরে শিক্ষা দিল অগ্নি হতে ভাই রে
সে মোরে ছাড়িল না ছাড়িল না তাই রে।।
হৃদয় মাঝে সকাল সাঝে
কিসের ঝাঁঝে সে যে বাজে।।
বলিতে আমি পারি না রে
বলিতে তাহা পারি না রে।।
বিষয়: সাহিত্য
৯৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতা দারুণ হয়েছে। আমরা নিজেরাই যেন দেয়ালিকা। দিবসে কবিতা প্রসব করি। অথচ নিজের মাঝে চুপে থাকা কবিতার প্রসব বেদনায় এ জাতি জাগতে পারতো। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন