***শেষ আহবান***
লিখেছেন লিখেছেন egypt12 ১৩ মে, ২০১৪, ০৯:৫৪:৫৬ সকাল
তোমায় নিয়ে দেখেছি স্বপন
কালবৈশাখী রাতে,
তুমিও আমায় নিয়েছ যতন;
জীবন ভেলার প্রাতে।
.
চলছিল প্রেম ভালই মেয়ে
কোথাও নেই বাঁধা,
তোমার প্রতি আমার প্রেমে
খাঁদ ছিলনা-সাদা।
.
আমি অবুঝ ছিলাম না তো
তোমার জন্য ছিলাম,
তবু মায়া পেলাম না তো
দুঃখ শুধু পেলাম।
.
মেয়ে তুমি মন চাওনি
চেয়েছিলে টাকা,
এখন তো আর খোঁজ নাওনি
তখন ছিলাম ফাঁকা।
.
আজকে আমার অনেক থেকেও
তুমি প্রিয়া নাই,
আজও মনে তোমায় রেখেও
কাছে যে না পাই।
.
এত্তো ভালবাস বলতে
ধৈর্য একটু ধরলে না!!!
বুকের অনেক কাছে চলতে
মনের খবর নিতে না?
তবে কি এটাই প্রেম ছিল-
নাকি ছিল ছলনা?
যৌবন রূপের দেমাগ ছিল
আমায় মনে রাখলেনা।
.
ভালবাসা সস্তা নয়তো-
গাছের মরা ছাল,
আজকে তুমি আমার নওতো-
তবু মহাকাল।
.
তোমায় নিয়ে তবু মেয়ে
অনেক কাব্য লিখি,
নেইতো তোমার পথ চেয়ে
তবু মনে রাখি।
.
মনটা খুবই অবুঝ আমার
তোমায় ভুলতে চায়না,
তুমি আছো আত্মা জুড়ে
মুছে ফেলা যায়না।
.
অনেক বেশী চেয়েছি তোমায়
মনটা থেকে মুছতে,
মনটা তবু আকুতি জানায়
তোমায় একটু খুঁজতে।
.
মনঃরে বোঝনা কেন
সে যে আসার নয়,
তবু তার ওই স্মৃতি যেন
আমায় ঘিরে রয়।
.
এত্তো স্মৃতি ছিলোনা তো
স্বপ্ন ছিল বেশি,
তুমি আমায় ভালোবাসো
এটাই ছিল খুশি।
.
হটাৎ একটা ঝড়ের সকাল-
তোমার থেকে জানলাম,
তুমি নাকি আমার নও-
মনটা কষ্টে মানালাম।
.
এতোটা সহজে আমায়
যে কথাটা বললে তুমি,
সেটাই আজও বুকে বাজে
দুঃখ নদীর শব্দ শুনি।
.
পোড়া মন মানেনা তবুও
তোমায় চাইলো বারবার,
তোমার যদি না জ্বলেও
আমার জ্বলে ছারখার।
.
তোমায় আমি দোষ দেবনা
আমিই ছিলাম বোকা,
তাইতো দুখে বুদ হবোনা
আমার বলে রাখা।
.
আমার কথা রাখতে পারিনি
আজও দুখে দুখিত,
তোমার মায়া ভুলতে পারিনি
তোমার স্মৃতি রক্ষিত।
.
তোমার মত পাষাণ যদি
আমি হতে পারতাম!!!
নারী দিয়ে প্রাসাদ গড়ে
ওই প্রাসাদেই থাকতাম।
.
ক্ষমা কর এই আমারে
তোমায় ভুলে চেয়েছিলাম,
ধন্যবাদ সেই তোমারে
যারে কাছে পেয়েছিলাম।
.
সেই তোমাতে-এই তোমাতে
অনেক বড় ব্যবধান,
মায়ার খোলস ফেলতে খুলে
রইল শেষের আহবান।
.
১০ এপ্রিল ২০১২
বিষয়: সাহিত্য
১০৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন