***শেষ আহবান***

লিখেছেন লিখেছেন egypt12 ১৩ মে, ২০১৪, ০৯:৫৪:৫৬ সকাল



তোমায় নিয়ে দেখেছি স্বপন

কালবৈশাখী রাতে,

তুমিও আমায় নিয়েছ যতন;

জীবন ভেলার প্রাতে।

.

চলছিল প্রেম ভালই মেয়ে

কোথাও নেই বাঁধা,

তোমার প্রতি আমার প্রেমে

খাঁদ ছিলনা-সাদা।

.

আমি অবুঝ ছিলাম না তো

তোমার জন্য ছিলাম,

তবু মায়া পেলাম না তো

দুঃখ শুধু পেলাম।

.

মেয়ে তুমি মন চাওনি

চেয়েছিলে টাকা,

এখন তো আর খোঁজ নাওনি

তখন ছিলাম ফাঁকা।

.

আজকে আমার অনেক থেকেও

তুমি প্রিয়া নাই,

আজও মনে তোমায় রেখেও

কাছে যে না পাই।

.

এত্তো ভালবাস বলতে

ধৈর্য একটু ধরলে না!!!

বুকের অনেক কাছে চলতে

মনের খবর নিতে না?

তবে কি এটাই প্রেম ছিল-

নাকি ছিল ছলনা?

যৌবন রূপের দেমাগ ছিল

আমায় মনে রাখলেনা।

.

ভালবাসা সস্তা নয়তো-

গাছের মরা ছাল,

আজকে তুমি আমার নওতো-

তবু মহাকাল।

.

তোমায় নিয়ে তবু মেয়ে

অনেক কাব্য লিখি,

নেইতো তোমার পথ চেয়ে

তবু মনে রাখি।

.

মনটা খুবই অবুঝ আমার

তোমায় ভুলতে চায়না,

তুমি আছো আত্মা জুড়ে

মুছে ফেলা যায়না।

.

অনেক বেশী চেয়েছি তোমায়

মনটা থেকে মুছতে,

মনটা তবু আকুতি জানায়

তোমায় একটু খুঁজতে।

.

মনঃরে বোঝনা কেন

সে যে আসার নয়,

তবু তার ওই স্মৃতি যেন

আমায় ঘিরে রয়।

.

এত্তো স্মৃতি ছিলোনা তো

স্বপ্ন ছিল বেশি,

তুমি আমায় ভালোবাসো

এটাই ছিল খুশি।

.

হটাৎ একটা ঝড়ের সকাল-

তোমার থেকে জানলাম,

তুমি নাকি আমার নও-

মনটা কষ্টে মানালাম।

.

এতোটা সহজে আমায়

যে কথাটা বললে তুমি,

সেটাই আজও বুকে বাজে

দুঃখ নদীর শব্দ শুনি।

.

পোড়া মন মানেনা তবুও

তোমায় চাইলো বারবার,

তোমার যদি না জ্বলেও

আমার জ্বলে ছারখার।

.

তোমায় আমি দোষ দেবনা

আমিই ছিলাম বোকা,

তাইতো দুখে বুদ হবোনা

আমার বলে রাখা।

.

আমার কথা রাখতে পারিনি

আজও দুখে দুখিত,

তোমার মায়া ভুলতে পারিনি

তোমার স্মৃতি রক্ষিত।

.

তোমার মত পাষাণ যদি

আমি হতে পারতাম!!!

নারী দিয়ে প্রাসাদ গড়ে

ওই প্রাসাদেই থাকতাম।

.

ক্ষমা কর এই আমারে

তোমায় ভুলে চেয়েছিলাম,

ধন্যবাদ সেই তোমারে

যারে কাছে পেয়েছিলাম।

.

সেই তোমাতে-এই তোমাতে

অনেক বড় ব্যবধান,

মায়ার খোলস ফেলতে খুলে

রইল শেষের আহবান।

.

১০ এপ্রিল ২০১২

বিষয়: সাহিত্য

১০৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220927
১৩ মে ২০১৪ সকাল ০৯:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৪ সকাল ১১:২২
168476
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
220944
১৩ মে ২০১৪ সকাল ১১:০৫
আব্দুল গাফফার লিখেছেন : এদেখি পুরায় কাবু হয়ে গেছেন ! Big Grin
১৩ মে ২০১৪ সকাল ১১:২২
168477
egypt12 লিখেছেন : মনটা কাবু জুবুথুবু Tongue
221000
১৩ মে ২০১৪ দুপুর ০১:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আব্দুল গাফফার লিখেছেন : এদেখি পুরায় কাবু হয়ে গেছেন Give Up Give Up
১৪ মে ২০১৪ সকাল ০৮:৪২
168777
egypt12 লিখেছেন : আপনি কি বলেন বড় ভাই Tongue
221065
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৩১
ছিঁচকে চোর লিখেছেন : অসম্ভব ভালো লাগা একটা কবিতা পড়লাম। জীবনে মন দিয়ে প্রেম করলে এমনই হয় ভাই Broken Heart Broken Heart ফলাফল শুধু ছ্যাকা.. তবুও তাদের ভোলা যায় না।
১৪ মে ২০১৪ সকাল ০৮:৪৩
168779
egypt12 লিখেছেন : ভুলতে পারিনা তারে ভোলা যায় না...বারে বারে মনে পড়ে কেন জানিনা!!!
221157
১৩ মে ২০১৪ রাত ১০:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বরাবরের মতই। বলার কিছুই নাই। মুগ্ধ হলাম শুধু
১৪ মে ২০১৪ সকাল ০৮:৪৪
168780
egypt12 লিখেছেন : অনেক ধন্যবাদ সিরাজ ভাই Love Struck Love Struck Love Struck
221562
১৪ মে ২০১৪ রাত ০৯:১৩
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল লাগলো আপনার ছন্দময় কবিতা Good Luck Rose
১৫ মে ২০১৪ সকাল ০৮:৪১
169122
egypt12 লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File