মা তুঁই চিন্তা ন গইর্য্য

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৩ মে, ২০১৪, ০৯:৪৭:৪৫ সকাল



মা তুঁই চিন্তা ন গইর্য্য, আঁরা শিবিরের পোয়াক্কল বেক এক ওঁয়ারে আছি। খানাদানার কোন অসুবিদা ন অয়। আঁরা গম আছি মা তুঁই চিন্তা ন গইর্য্য।

প্রিজন ভ্যানের ছোট ছোট ছিদ্র দিয়ে কথাগুলো বললো ছেলে গাড়ির পাশে দাঁড়ানো তার মাকে উদ্দেশ্য করে। মা বলতে থাকে,

অ পুত তুই তো চুরি ন হরস, ডাহাতিও হরস, ক্যন তোরে বাইন্ধলো? অ্যাই অন ক্যান কইর্য্যুম। অ পুত অ পুত...

ততক্ষনে গাড়ি চলতে শুরু করে। চট্টগ্রাম কোর্টের পাহাড়ী সরু রাস্তা ধরে ধীরে ধীরে নামতে থাকে। মা ও দৌড়াতে শুরু করেন। মা চিৎকার করে কাঁদতে থাকেন...

এদিকে ছেলেও কাঁদতে থাকে সে চিৎকার করে বলতে থাকে

অ মা তুঁই থিয়ো। অ মা তুঁই থিয়ো। দৌড়াইতা কা লাইগ্যো...

মার দৌড়ানো বন্ধ হয় না। দৌড়াতে দৌড়াতে আছড়ে পড়েন। আবার উঠে দৌড়াতে থাকেন। আবারো আছড়ে পড়েন। আর উঠতে পারেন না। তাকিয়ে থাকেন প্রিজন ভ্যানের গতিপথের দিকে। যে দিকে হারিয়ে গেছে তার ছেলে তার দৃষ্টিসীমা পেরিয়ে।

সেসব মা দের প্রতি সমবেদনা যারা তাদের নিরপরাধ সন্তানের মুক্তির জন্য দিগ্বিদিক ছোটাছুটি করছেন। কখনো জেলখানা, কখনো কোর্ট। মহান আল্লাহ্‌র কাছে দোয়া করি, হে আল্লাহ্‌ তুমি এই মা দের চোখের পানি কবুল কর। এই চোখের পানিতে ডুবিয়ে মার জালিমদের। আমীন।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220926
১৩ মে ২০১৪ সকাল ০৯:৫৯
সায়িদ মাহমুদ লিখেছেন : জীবনের অনেক দেখেছি পাপ বাপকেও ছাড়েনা। সময় একদিন কথা বলবে। সেদিনের অপেক্ষায়।
১৩ মে ২০১৪ সকাল ১০:০১
168426
সত্য নির্বাক কেন লিখেছেন : আমরা ও অপেক্ষায় আছি নব্য ফেরাউনের পরিণতি দেখার.......
220936
১৩ মে ২০১৪ সকাল ১০:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৪ সকাল ১১:০৬
168467
সত্য নির্বাক কেন লিখেছেন : হাসিনার দেওয়া দেয়ালে বন্দি বাবা আর মেয়ের ভালোবাসা।তারপরো কি পেরেছে হাসিনা বাবা আর মেয়েকে আলাদা করতে????
220955
১৩ মে ২০১৪ সকাল ১১:২৩
egypt12 লিখেছেন : আমীন Rose
১৩ মে ২০১৪ দুপুর ১২:১৭
168493
সত্য নির্বাক কেন লিখেছেন : ছুম্মা আমীন.........
221006
১৩ মে ২০১৪ দুপুর ০১:২৪
জুমানা লিখেছেন : ফেরাউনের ও পতন হয়ে ছিল, একদিন পতন হবে সেই অপেক্ষায়".........
১৪ মে ২০১৪ দুপুর ০২:৩৮
168874
সত্য নির্বাক কেন লিখেছেন : আমরা সবাই...... সেই প্রতিক্ষায়।
221067
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
ছিঁচকে চোর লিখেছেন : কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। মায়ের মন.. অপরাধ করলে তার শাস্তি দিতে আমি মানা করি না কিন্তু নিরপরাধ হলে তাকে কেনো শাস্তি পেতে হবে?
১৪ মে ২০১৪ দুপুর ০২:৩৯
168875
সত্য নির্বাক কেন লিখেছেন : তবু ও পাচ্ছে অগণিত। দৃষ্টি প্রসারিত করলেই দেখতে পাবেন।
221153
১৩ মে ২০১৪ রাত ১০:০৩
১৪ মে ২০১৪ দুপুর ০২:৪০
168876
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন। চুম্মা আমীন।
221245
১৪ মে ২০১৪ রাত ০৩:৩৯
প্রবাসী মজুমদার লিখেছেন : হে বঙ্গমাতা
তোর জন্য খুব আফসোস হয়।
তোর পেটে ধারন করা এ সন্তান তোর নয়।
যদি তাই হয়, তাহলে ওরা কোন তোর সন্তানদের হত্যা করে?
১৪ মে ২০১৪ দুপুর ০২:৪০
168877
সত্য নির্বাক কেন লিখেছেন : কেন করে ? কার স্বার্থে ?
১৪ মে ২০১৪ দুপুর ০২:৫৭
168880
সত্য নির্বাক কেন লিখেছেন : কেন করে ? কার স্বার্থে ?
221559
১৪ মে ২০১৪ রাত ০৯:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : লেখার প্রথম দিকে ভাষা বুঝিনি,শেষে বুঝতে পারলাম। সব কিছুরই শেষ আছে। নিরপরাধ সন্তানের জন্য মায়ের এমন হাহাকার মহান রাব্বুল আলামীন কবুল করে নিন Praying আমিন।
২১ মে ২০১৪ সকাল ১০:৫৬
171371
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন। চুম্মা আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File