আবারো নাটক!!

লিখেছেন লিখেছেন একজন বীর ১৩ মে, ২০১৪, ০৯:০৯:১৭ সকাল

একের পর এক নাটক করেই চলেছে সরকার। কোন একটি চলমান আলোচিত ইশ্যুকে ধামাচাপা দিতে সৃষ্টি করা হয় আরেকটি ইশ্যু। এটা আওয়ামীলীগের একটি প্রাচীন রোগ।

দেশে যখন গুম, খুন, অপহরন নিয়ে জনগনের উত্তেজনা চরমে; ঠিক তখন জনগনের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যেতে সাজানো হচ্ছে নতুন নাটক। আর এ নাটকের নায়কের ভূমিকায় সামনে আনছে জামায়াত-শিবিরকে।

যার অংশ হিসেবে গ্রেফতার করা হয় চট্রগ্রাম মহানগর জামায়াত আমীর, সেক্রেটারি সহ ২১ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে। এই সব নেত্রীবৃন্দ গ্রেফতারের পরপরই মিডিয়াতে প্রচারিত হয় তাদের গ্রেফতারের সংবাদ।

কিন্তু মজার ব্যাপার হল তাদের গ্রেফতারের পর মিডিয়াতে কোন অস্র বা বিষ্পোরক উদ্ধারের কোন কথা শুনা যায়নি। হঠাত ১২ ঘন্টা পর মিডিয়াতে আসে বিষ্পোরক দ্রব্য উদ্ধারের কথা। এরকম আরো কত জঘন্য নাটক সাজাতে পারে নারায়নগঞ্জের ৭ খুন সহ গুম অপহরন ধামাচাপা দেয়ার জন্য। আর পাছে আড়ালে চলে যাবে অপরাধীরা।

তাই এখনি সময় এর বিরোদ্ধে রুখে দাড়াবার!

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220918
১৩ মে ২০১৪ সকাল ০৯:২৫
অমেদুল ইসলাম লিখেছেন : জনগন বুঝে গেছে..এই চেষ্টা খুব একটা সফল হবেনা।
220928
১৩ মে ২০১৪ সকাল ১০:০০
একজন বীর লিখেছেন : ইনশাল্লাহ
220956
১৩ মে ২০১৪ সকাল ১১:২৫
egypt12 লিখেছেন : বিরোধী শক্তি আরও কিছু কলা আমদানি করে চুষে চুষে খেতে পারে এতেই সরকারের ভয়াবহ পতন হয়ে কাইত হয়ে যাবে...অন্তত খালেদার কথা শুনে তাই মনে হয় phbbbbt
221017
১৩ মে ২০১৪ দুপুর ০১:৪৭
জুমানা লিখেছেন : নাটক আর নাটক দেখতে দেখতে অস্তির জনগন. কিন্তু সরকার বুঝে না......কবে বুঝবে !
221068
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
ছিঁচকে চোর লিখেছেন : এই নাটক থেকে মানুষের চেতনাকে ঘুরাবার একমাত্র পথ হচ্ছে যুদ্ধাপরাধীদের রায় দেয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File