RoseমাRose

লিখেছেন লিখেছেন egypt12 ১১ মে, ২০১৪, ০৯:৩০:৫৪ সকাল



কেউ ডাকে আম্মু তোমায়

কেউবা ডাকে মম,

যেমন নামেই ডাকুক তোমায়

সেটাই অনেক দাম।

.

আম্মু তোমার ভালোবাসার

হয়না কোন তুলনা,

তোমার চেয়ে বড় আশার

পাইনা আমি ঠিকানা।

.

মাগো তুমি এমন কেন?

আমায় আগলে রাখ,

অনেক দোষী আমার যেন

সকল দোষী ঢাক।

.

তোমায় কত কষ্ট দিলাম

জন্ম থেকে শুরু,

তবু তোমায় পেলাম যেন-

ভালোবাসার গুরু।

.

এত্ত ভালবাসা তুমি

কোথায় রাখ মা?

অনেক দোষের পরও শুনি

খোকা ফিরে চা।

.

তোমার খোকা করবে যখন

বিয়ে ওরে মা,

তোমার ফেলে যখন তখন

বউকে খুজবে না।

.

মাগো তোমার জন্য আজও

কিছুই করি নাই,

তবুও তুমি খুঁজে ফেরো

তোমার খোকা হায়।

.

যখন আমার কচি মুখ;

ছিলোনা কোন বুলি,

তখন তোমার ভাষার সুখ

হৃদয়ে দিলে ঢালি।

.

যখন আমার আধো বোল

ছিল আধো কথা,

তখন তোমার চোখে জল

খোকা বলছে কথা।

.

মাগো তুমি এমন কেন?

কত্ত ভালোবাস!

তোমার ভালবাসার মান

রাখব এবার হাঁসো।

.

মারে তোমার জন্য লিখা

আমার ছোট্ট কবিতা,

জীবন দিলেও শোধ হবেনা

আমার ঋণের বোঝাটা।

.

প্রতিদিনই হরেক রকম

শব্দ বলি ভাই,

আম্মু ডেকে শব্দটিতে-

ভিন্ন মজা পাই।

.

তোমার খোকা পন করেছি

তোমায় রাখব খুশি,

মাগো তোমায় ভালোবাসি

অনেক বেশী বেশী।

.

০২ এপ্রিল ২০১২

বিষয়: সাহিত্য

১১৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220090
১১ মে ২০১৪ সকাল ০৯:৪১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ মে ২০১৪ সকাল ০৯:৪৮
167755
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু Love Struck
220097
১১ মে ২০১৪ সকাল ০৯:৪৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ মে ২০১৪ সকাল ০৯:৪৮
167756
egypt12 লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ Angel
220128
১১ মে ২০১৪ সকাল ১১:০৬
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
১২ মে ২০১৪ সকাল ১০:৫২
168123
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই Love Struck
220169
১১ মে ২০১৪ দুপুর ১২:২৫
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
১৪ মে ২০১৪ সকাল ০৮:৫৬
168787
egypt12 লিখেছেন : উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত...আসলে আমি খেয়াল করিনি...আমার ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ Love Struck Love Struck Love Struck
220273
১১ মে ২০১৪ বিকাল ০৫:১৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মা নিয়ে যত সুন্দর কবিতাই লিখেননা কেন আমি কিন্তু মা দিবস মানিনা ।
Good Luckআমি মা দিবস মানিনা, মানিনা, মানিনা....
১২ মে ২০১৪ সকাল ১০:৫৩
168124
egypt12 লিখেছেন : আমিও মানিনা ৩৬৫ দিনই মা দিবস, বাবা দিবস, ভাই-বোন দিবস বউ দিবস Tongue Tongue
220302
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
শেখের পোলা লিখেছেন : নিজের পরেই তোমায় যিনি
দিলেন করে ঠাঁই,
সারা জনম সকল দিনে,
তোমায় পেতে চাই৷
একটি দিনেই বাসব ভাল,
অন্যদিনে নয়,
মায়ের জন্য দিন বরাদ্দ
তাই কখনও হয়৷
১২ মে ২০১৪ সকাল ১০:৫৪
168125
egypt12 লিখেছেন : না তা কখনও হয়না Broken Heart
220525
১২ মে ২০১৪ সকাল ১১:০৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মা কে নিয়ে দারুণ কবিতা!
এখানে অংশ নিন। প্রতিযোগিতা হচ্ছে।
https://www.facebook.com/groups/154956291336239/289492877882579/?notif_t=group_comment_reply
১৩ মে ২০১৪ সকাল ০৮:৫৪
168418
egypt12 লিখেছেন : ভাই দেখেছি কিন্তু ওখানে যত নিয়ম অত নিয়ম মেনে তো কবিতা লিখা যায় না...কবিতাকে কি লাইনের বাঁধনে আটকানো যায়? Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File