***ডিজিটাল লজ্জাবতী***

লিখেছেন লিখেছেন egypt12 ২৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৬:০৪ সকাল



লজ্জা'বতী মেয়ে তুমি

ক্ষণে ক্ষণে লজ্জা পাও,

ঠিকই তুমি চাইনিজে'তে

গোপনে সব বিলিয়ে দাও।

.

এমন লজ্জার কি দরকার

যা খোলসে লুকানো?

তাহার চেয়ে অনেক ভালো

প্রকাশ্যে সব বিলানো।

.

বর্ণ চোরা হয়না মেয়ে

ভাঙ্গেনা কারো মন;

কেন খোঁজ অসৎ পথে

মজার সুন্দর ক্ষণ!?

.

এত লজ্জার কি দরকার

মনেতে যা রাখ না?

তোমায় ভেবে কত পুরুষ

নাও বাইছে দেখনা!!!

.

এত স্বপ্ন দেখাও কেন

সবার হবে নাকি?

ফটকা কারো পড়লে হাতে-

জীবন পাবে ঝাঁকি।

.

তখন বুঝবে প্রতারনা কি

তুমি যা কর প্রতিদিন,

তোমার সাথেও সেটাই হবে

সৃতি'তে রবে অমলিন।

.

তাই বলছি ছলনা ছেড়ে

সোজা পথে আস,

বৈধ ভাবে ঘরটা বেঁধে

পাপকে এবার ঢাক।

.

০৮ মে ২০১২

বিষয়: সাহিত্য

২৫৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213811
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৭
আহমদ মুসা লিখেছেন : শহুরে জীবন যাত্রার একটি পচনশীল অধ্যায়ের অত্যন্ত জোড়ালো একটি প্রতিবাদী ছড়া। খুবই ভাল হয়েছে। লিখে যান নিয়মিত। আল্লাহ আপনার লেখাতে আরো বরকত দান করুক।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
162074
egypt12 লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন Love Struck Praying
213814
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩২
162076
egypt12 লিখেছেন : অনাচারে অজাচারে ভরে গেলো দেশ...সুশাসন না এলে কাটবেনা রেশ :(
213819
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৬
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
লজ্জা'বতী মেয়ে তুমি

ক্ষণে ক্ষণে লজ্জা পাও,

ঠিকই তুমি চাইনিজে'তে

গোপনে সব বিলিয়ে দাও।

At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৬
162084
egypt12 লিখেছেন : ওরা লজ্জা পায়না লজ্জা আমাদেরই লাগেFrustrated
213822
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
আল সাঈদ লিখেছেন : প্রগতিশীল নাস্তিকরা তো আপনাকে রাজাকার উপাধি দিবে।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৭
162086
egypt12 লিখেছেন : হুম আমি রাজা কার?
আমি বাংলার রাজা Tongue
213823
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৬
ডাঃ নোমান লিখেছেন : I Don't Want To See I Don't Want To See
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
162103
egypt12 লিখেছেন : লজ্জা লজ্জা Broken Heart
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৫
162146
ডাঃ নোমান লিখেছেন : সবি যে ফাঁস করে দিলেন ? এমনকি চাইনীজে যাওয়ার লোভী সত্ত্বাকেও !
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
162148
egypt12 লিখেছেন : প্রতিদিন বিভিন্ন ইতিহাস যেভাবে ফাঁস হতে চলেছে কিছুই বাদ রইবেনা Tongue
213854
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
162147
egypt12 লিখেছেন : ধন্যবাদ আপু Good Luck
213978
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
শেখের পোলা লিখেছেন : গুরুজনে বিলায় বেলুন,
দোষ কিবা তা গ্রহনে?
ওস্তাদেরে অবহেলা
করবে তারা কেমনে?
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩০
162442
egypt12 লিখেছেন : অবহেলা করা উচিত নয় তবে ওস্তাদের ঘরে প্রথম প্রয়োগ করলে ওস্তাদ এই নব্য চেতনার মর্ম বুঝতে পারবেFrustrated
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
162801
শেখের পোলা লিখেছেন : এ ঘন্টা বাঁধবে কে?
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪১
162937
egypt12 লিখেছেন : আমরা অবিবাহিতরাই শুরু করতে হবে বিবাহিতরা বউয়ের দ্বারা নির্যাতনের শিকার হতে পারে Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File