***ডিজিটাল লজ্জাবতী***
লিখেছেন লিখেছেন egypt12 ২৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৬:০৪ সকাল
লজ্জা'বতী মেয়ে তুমি
ক্ষণে ক্ষণে লজ্জা পাও,
ঠিকই তুমি চাইনিজে'তে
গোপনে সব বিলিয়ে দাও।
.
এমন লজ্জার কি দরকার
যা খোলসে লুকানো?
তাহার চেয়ে অনেক ভালো
প্রকাশ্যে সব বিলানো।
.
বর্ণ চোরা হয়না মেয়ে
ভাঙ্গেনা কারো মন;
কেন খোঁজ অসৎ পথে
মজার সুন্দর ক্ষণ!?
.
এত লজ্জার কি দরকার
মনেতে যা রাখ না?
তোমায় ভেবে কত পুরুষ
নাও বাইছে দেখনা!!!
.
এত স্বপ্ন দেখাও কেন
সবার হবে নাকি?
ফটকা কারো পড়লে হাতে-
জীবন পাবে ঝাঁকি।
.
তখন বুঝবে প্রতারনা কি
তুমি যা কর প্রতিদিন,
তোমার সাথেও সেটাই হবে
সৃতি'তে রবে অমলিন।
.
তাই বলছি ছলনা ছেড়ে
সোজা পথে আস,
বৈধ ভাবে ঘরটা বেঁধে
পাপকে এবার ঢাক।
.
০৮ মে ২০১২
বিষয়: সাহিত্য
২৫৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি বাংলার রাজা
দোষ কিবা তা গ্রহনে?
ওস্তাদেরে অবহেলা
করবে তারা কেমনে?
মন্তব্য করতে লগইন করুন