ভাল ফারহান
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ২৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৩:০০ সকাল
অত শত কত
বুঝিনা আমি যত্র তত্র,
কি নিয়ে এত মাত?
খারাপের আশ্রয়শিবির থেকে থাকি বিরত।
কোথায় সে সোনালি মুহূর্ত
যেখানে ভালর ছিল ডায়মন্ডতুল্য দাম,
সহজে গ্রহণযোগ্য যা নয়
হয়ে গেল এখন বিধিবাম।
নাহ! ভালর জাদু কি মন্ত্র হারাচ্ছে দিনে দিনে,
ভাল ছাড়া কি আছে জীবনে?
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন