শেষ রাতের বালিকা
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৭ আগস্ট, ২০১৪, ১২:৩৩:৪৪ দুপুর
বালিকা তোমার প্রেমের পোড়া গন্ধে আমার ডায়রিয়া
বালিকা তোমার চাহিদা কামড়ে আমার ফাইলেরিয়া,
বালিকা তোমার প্রেমের জন্য আমার খেতে হয় ভিটামিন এ ক্যাপসুল
বালিকা তোমার চিন্তায় জলাঞ্জলি দিতে হয় আমার মাথার চুল।
বালিকা সেই কবে কেনা তোমার জন্য একটা গোলাপ বোতলে রেখে দিয়েছি
বালিকা তোমার সাথে প্রথম ডেট করব ভেবে নতুন বডিস্প্রেটা সাজিয়ে রেখেছি,
বালিকা তুমি জানো না, মাঝেমধ্যে চেটে চেটে হরলিক্স খেয়ে শার্প হই
বালিকা তোমাকে কাছে টানার প্ল্যান নিয়ে বরফ হই।
বালিকা তোমাকে পাব বলে স্পর্শতরঙ্গের নেটওয়ার্ক গড়ি
বালিকা তোমার কথা ভেবে দেখতে ভুলে যাই নষ্ট ঘড়ি,
বালিকা এই বুড়ো চশমাটা তোমার ওড়নার ছোঁয়া পেতে চায়
বালিকা এই কোমল হাতটা প্রসারিত হয়ে তোমার পানেই যায়।
বালিকা তুমি কোথায়? অদৃশ্য ঘোরে?
বালিকা তুমি আছো কল্পনার আঁধার।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বালিকা এই কোমল হাতটা প্রসারিত হয়ে তোমার পানেই যায়
মন্তব্য করতে লগইন করুন