এখন আমি......
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১৯ জুলাই, ২০১৪, ১২:০৩:৫৭ রাত
আমার হৃদয় চুল্লীতে সব ভালবাসা পুড়ে পুড়ে ছাই হচ্ছে,
আমার স্মৃতিরা সব হারিয়ে যাচ্ছে গুচ্ছে গুচ্ছে,
আমার মস্তিষ্কের উর্বরতা দিনকে দিন ম্লান হচ্ছে
আমার মন তার জ্যোতি হারাচ্ছে।
কিছুই ভাল লাগেনা যে আমার এখন,
মনপুরায় ভালবেসেছি মনুষ্যজাতিকে তখন।
চেতনার চিত্রপটে এখন শুধুই নিঃসঙ্গতা
শরীর,মনে ছেয়ে আছে ফ্যাকাসে ভগ্নতা,
আমি উবে যাব সলতে প্রদীপ নিভে যাওয়ার মত
মাটি হবে আমার আপন, ইহলোক হবে গত।
আমার চোখের কোণে দুঃখসাগরের নোনাজল
খুঁড়ে ফেলেছে চোখের গভীর অতল,
আমার পাহাড়সম ধৈর্য হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো
এখন আমায় দেখে মানুষ আরও কটাক্ষ করে ''দূর হ,দূর হ''।
এখন আমি ভূমধ্যরেখায় বাস করছি
ভেবে কষ্টে কষ্টে প্রহর গুনছি,
ইহকালের মহাপ্রয়াণে ত্যাগ হবে আমার
পরকালের কালসাক্ষী হব তোমার,আপনার,সবার।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন