বর্নবাদের দিন তো এখনো শেষ হয় নাই! !!!!
লিখেছেন লিখেছেন আশাবাদী বাঙালী ১৮ জুলাই, ২০১৪, ১১:৩৮:০৮ রাত
জ্ঞানীগুণী একজন বলল...
"ভাল করে পড়াশুনা করো, ভাল
চাকরী না পেলে কিন্তু ভাল বউ
পাবা না"
আচ্ছা ভাল বউ
মানে কি বুঝাতে চাচ্ছেন
তিনি??? সুন্দরী বউ মানেই
কি ভাল বউ??আমার চাকরির
সাথে ভাল বউ এর সম্পর্ক কি???
যেটুকো দেখেছি বিয়ের
বাজারে মেয়েদের প্রদর্শন
করা হয় গরুর মত।
গরুকে বাজারে দামী হতে হলে মোটাতাজা হতে হয়,
আর মেয়েদেরকে হতে হয় সুন্দরী।
সুন্দরী হওয়া মানেই ভাল
ক্রেতা পাওয়া যাবে।
সুন্দরী মানেই তার শত ভুল মাফ।
টাকা পয়সা ওয়ালা ক্রেতা হতে পারলে,
আপনি সুন্দর বউ পাবেন।ব্যাপারটা
এমন..
এই বিয়ের বাজারে ছেলেরাই
সবসময় ক্রেতা, মেয়েরা সবসময় পণ্য।
আচ্ছা মেয়েরা কেন
ক্রেতা হতে পারেনা???
তারা ঘুরে ঘুরে ছেলে দেখবে,
বিভিন্ন
ছেলে দেখা শেষে সিদ্ধান্ত
নিবে কোন
ছেলেকে বিয়ে করা যায়।
যদি এরকম হত,
মেয়েরা ছেলে দেখতে গিয়ে ছেলের
হাত দেখবে পা দেখবে, টাক
হইছে কিনা তা দেখবে,
ছেলেকে হেটে দেখাতে বলবে....
তারপর বেজার
মুখে বলবে "ছেলের পায়ের নখ
সুন্দর না, বিয়া ক্যান্সেল"
তাইলে মজাই হত....
খাটো, মুখে ব্রন, কৃষ্ণবর্ন
বা অতি সামান্য কারনে যখন
বিয়ের বাজারে কোন
মেয়েকে দেখি ক্রেতা খুজে পায়
না, তখন কস্ট লাগে। দোষ
আসলে মেয়েদের ই, তারা কেন
ক্রেতা হওয়ার মত যোগ্যতা অর্জন
করতে পারেনা। আসলে সমাজ চায়
না, মেয়ে ক্রেতা হোক,
মেয়ে মানেই পণ্য, বাজারের গরু,
সমাজের
হর্তাকর্তারা এটা ভেবেই আনন্দ
পায়।
আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন,
সারাজীবন যুদ্ধ করেছেন
বর্নবাধের বিরুদ্ধে। স্যার,
আপনি হয়ত জানেন না ছাপ্পান্ন
হাজার বর্গমাইলের এই দেশের
কোণায় কোণায়
মেয়েরা এখনো বর্নবাধের
শিকার। একবার আসুন স্যার,
দেখে যান, জরিনা ফাতেমা,
রোকেয়া কারো কাধে একবার
হাত রেখে শান্তনা দেন, এদের
দোষ এরা সাদা না, এরা বিয়ের
বাজারে উঠতে পারেনা।এদের
চোখের ভেতরের
মায়াটুকো কেও দেখেনা, সবাই
মেয়ের সৌন্দর্য দিয়ে সকালের
নাস্তা করতে চায়।ব্যাস.....
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন