***অবুঝ ভালোবাসা***
লিখেছেন লিখেছেন egypt12 ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৪৭:৫৩ সকাল
প্রেম যদিও ভেঙ্গে যায়-
ভালোবাসা রয়ে যায়-
বেঁচে থাকে আশা;
তোমায় ঘিরে আজও কাঁদে
অবুঝ ভালোবাসা।
.
তুমি কেন চলে যাও?
আমায় একা ফেলে যাও!
বুঝি না তো আমি।
তোমার পথ চেয়ে মেয়ে
আসো নাতো তুমি।
.
আজও ছিড়তে পারিনি
ঐ স্বপ্ন ঘেরা জাল;
স্বপ্ন বুনে তুমি দূরে-
আসবে বলে আসছ না যে
আমি যে নাকাল।
.
ভুলে কি গো গেলে তুমি-
ওহে আমার স্বপ্ন রানী-
দিয়ে ছিলে কথা;
দেয়া কথা রাখবে তুমি
আশায় আছি একা।
.
আশা গুলো যাচ্ছে ভেঙ্গে-
রঙ্গিন মায়ার সন্ধিক্ষণে-
স্বপ্ন হয় ধূসর;
এতো দ্রুত ভুলে গেলে
সাজালে বাসর!?
.
তবু আমি একা বসে-
সরল মনে ধোঁকা খেয়ে-
মিলাই যে হিসাব;
আমার হিসাব না মিললেও
দেবনা অভিশাপ।
.
ভালবাসা সত্যি ছিল-
তোমায় চিনতে ভুল যে হল-
মানে না যে মন;
একা উত্তাল সাগর পাড়ে
কাটাবো কতক্ষণ?
.
১৯ ফেব্রুয়ারী ২০১২
বিষয়: সাহিত্য
৩৩৭৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতে আছে প্রতারনা আর ছলা কলা
যতই আবেগ দেখাও ততই যাবে ডুবে
নিজেরটা দেখলে তবে টিকে তুমি রবে
এ খেলায় হয় নাকো কভু নারীদের হার
বোকা পুরুষ ভালবেসে পরে করে হাহাকার
ওহে আমার স্বপ্ন রানী-
দিয়ে ছিলে কথা;
দেয়া কথা রাখবে তুমি
আশায় আছি একা।
চমত্কার হয়েছে উক্ত লাইন গুলো
ছ্যাঁক খাইছেন মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন