***অবুঝ ভালোবাসা***

লিখেছেন লিখেছেন egypt12 ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৪৭:৫৩ সকাল



প্রেম যদিও ভেঙ্গে যায়-

ভালোবাসা রয়ে যায়-

বেঁচে থাকে আশা;

তোমায় ঘিরে আজও কাঁদে

অবুঝ ভালোবাসা।

.

তুমি কেন চলে যাও?

আমায় একা ফেলে যাও!

বুঝি না তো আমি।

তোমার পথ চেয়ে মেয়ে

আসো নাতো তুমি।

.

আজও ছিড়তে পারিনি

ঐ স্বপ্ন ঘেরা জাল;

স্বপ্ন বুনে তুমি দূরে-

আসবে বলে আসছ না যে

আমি যে নাকাল।

.

ভুলে কি গো গেলে তুমি-

ওহে আমার স্বপ্ন রানী-

দিয়ে ছিলে কথা;

দেয়া কথা রাখবে তুমি

আশায় আছি একা।

.

আশা গুলো যাচ্ছে ভেঙ্গে-

রঙ্গিন মায়ার সন্ধিক্ষণে-

স্বপ্ন হয় ধূসর;

এতো দ্রুত ভুলে গেলে

সাজালে বাসর!?

.

তবু আমি একা বসে-

সরল মনে ধোঁকা খেয়ে-

মিলাই যে হিসাব;

আমার হিসাব না মিললেও

দেবনা অভিশাপ।

.

ভালবাসা সত্যি ছিল-

তোমায় চিনতে ভুল যে হল-

মানে না যে মন;

একা উত্তাল সাগর পাড়ে

কাটাবো কতক্ষণ?

.

১৯ ফেব্রুয়ারী ২০১২

বিষয়: সাহিত্য

৩৩৭৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211036
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : প্রেম প্রীতি ভালবাসা হল এক খেলা

এতে আছে প্রতারনা আর ছলা কলা

যতই আবেগ দেখাও ততই যাবে ডুবে

নিজেরটা দেখলে তবে টিকে তুমি রবে

এ খেলায় হয় নাকো কভু নারীদের হার

বোকা পুরুষ ভালবেসে পরে করে হাহাকার
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৯
159458
egypt12 লিখেছেন : সঠিক কথাই বলেছেন...তবে সবাই ধাক্কা খেয়েই বুঝে নয়তো বোঝে নাTongue
211039
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৮
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভুলে কি গো গেলে তুমি-

ওহে আমার স্বপ্ন রানী-

দিয়ে ছিলে কথা;

দেয়া কথা রাখবে তুমি

আশায় আছি একা।

চমত্কার হয়েছে উক্ত লাইন গুলো
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
159459
egypt12 লিখেছেন : ধন্যবাদ ফারুক ভাই Love Struck
211053
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৪
জুমানা লিখেছেন : Rose Rose Rose
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
159460
egypt12 লিখেছেন : Good Luck Good Luck Good Luck Love Struck
211085
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
আব্দুল গাফফার লিখেছেন : আপনার কপাল ভাল যে আপনাকে কথা দিয়েছিল, চমৎকার কবিতা শুভকামনা রইলো Rose
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
159483
egypt12 লিখেছেন : আপনার জন্যও অনেক শুভকামনা Love Struck
211091
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
ডাঃ নোমান লিখেছেন : অসাধারণ কবিতাখানি। ভালো লাগলো অন্ত্যমিল ও।
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
159484
egypt12 লিখেছেন : ধন্যবাদ ডাঃ সাহেব...আমার ব্লগে স্বাগতম Love Struck Love Struck
211118
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি ব্যাপার??
ছ্যাঁক খাইছেন মনে হয়।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
159570
egypt12 লিখেছেন : প্রেম একবার এসেছিল নিরবে Tongue
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
159739
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিরবে আসছিল কিন্তু এরকম চিল্লাচিল্লি করে গেল কেন।
২২ এপ্রিল ২০১৪ রাত ১২:২২
159870
আব্দুল গাফফার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৯
159968
egypt12 লিখেছেন : নিরবে এসে সরবে প্রস্থান ;Winking
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩০
159970
egypt12 লিখেছেন : গাফফার ভাই বুঝি খুবই মজা পেয়েছেন Waiting
211119
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৯
প্রবাসী আশরাফ লিখেছেন : কবিতার ছন্দ মিলের সাথে অসাধারন কষ্টাবেগের মিশ্রন...প্লাসিত ধন্যবাদ... Rose
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
159571
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আশ্রাফ ভাই Love Struck
211371
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : ঝড় ঝাপটার দিন, একটা লাইভ জ্যাকেট সঙ্গে রেখেন৷
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৯
159969
egypt12 লিখেছেন : আচ্ছা অবশ্যই রাখা হবে Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File