বাংলার জমি
লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৩৮:১০ সকাল
বিজেপির চাই বাংলার জমি
কংগ্রেসের চাই পানি
বাংলা মায়ের দালাল সন্তান
বাকশালীরা জানি।
মক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধার
কথা বলে বলে
বাংলার আযাদী বিকিয়ে দিচ্ছে
বাকশালীরা তলে তলে!
দালাল দেখেছ দামাল দেখনি
ভুলে গেছকি বখতিয়ারের কথা
গো বতসরা খেপিওনা
গো খোড়দের আযথা।
বিষয়: সাহিত্য
১২৬৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন কোথায় আপনার প্রতিবাদ কোথায় আপনার বিবৃতি ।
আপনার মত দেশদ্রোহিদের দেশ থেকে বিতারিত করা উচিৎ।
যারা দেশের খেয়ে বাংলাদেশকে ভারতের হাতে দেয়ার জন্য এরকম আজগুবী পোষ্ট বহির্ভূত মন্তব্য করে তার চেহারায় থু থু দিলাম।
বাংলা হবে বাকশাল মুক্ত সোনার বাংলাদেশ।
বাংলা হবে বাকশাল মুক্ত সোনার বাংলাদেশ।
প্রধান ও কোরেশী মামাও কাউন্টার দিতেছে ভালই
গো খোড়দের আযথা।
ওরা বাংলার দালাল দেখেছে
দামাল সন্তান দেখেনি।
ড.তুহিন মালিকের এই একটি কথাই যথেষ্ট।
মন্তব্য করতে লগইন করুন