***মায়ের খোকা(দুঃখ গাঁথা)***
লিখেছেন লিখেছেন egypt12 ০৭ এপ্রিল, ২০১৪, ১২:৩০:১৪ দুপুর
এই ধরে-না ঐ ধরে-না
ছোট্ট খোকা বাবু,
তবু খোকা দমে যায়না-
নিজ জেদেতে কাবু।
.
খোকা যখন দৌড়ে বেড়ায়
মায়ের লাগে ভয়,
আছাড় খেয়ে যদি আবার
খোকার কিছু হয়।
.
খোকা ধীরে বেড়ে উঠে
মায়ের কত চিন্তা,
খোকা কাঁদে নিঝুম রাতে
নির্ঘুম সারা রাতটা।
.
খোকা যখন বলতে শেখে
মায়ের কত খুশি,
খোকার মুখে হাঁসি দেখে
কষ্টের পরে-হাঁসি।
.
মায়ের খোকা বড় হবে
মায়ের কত স্বপ্ন,
লাল টুকটুক বউটি এনে;
দেবে মায়ার রত্ন।
.
দিনের পর দিন চলে যায়
খোকা আনে বউ,
এতে মায়ের কত খুশি
জানেনা তা কেউ।
.
মায়ের ঘামে গড়া ঘরে
বউ হয়ে যায় কর্ত্রী,
পরিনামে মা হয়ে যায়
দূর গ্রহের এক যাত্রী।
.
খোকা তো আজ ভালো পায়না;
মায়ের মায়ার কথা,
খোকা শান্তি পায় যে রেখে
বউয়ের বুকে মাথা।
.
দিনে দিনে বড় হলো
খোকার নিজের সংসার,
মায়ের জন্য জায়গা কমে
কিছু করা দরকার।
.
একদিন এক সন্ধ্যা বেলা
খোকা মাকে বলে,
এখানে তো কষ্ট অনেক
(বৃদ্ধা)আশ্রমে যাও চলে।
.
আম্মু বলেন সে-কি খোকা
তোরাই আমার সব,
এই ঘরেতে বেহেস্ত আমার
নাতি পুতির রব।
.
খোকা বলে মাগো তোমায়
বউ যে বকে প্রায়,
এই খানেতে কেমনে রবে-
দিন কি ভালো যায়?
.
এই কথাতে আম্মু নিরব
বলার কিছুই পায়না,
এত ত্যাগের পরে এমন-
কথা তো আর সয়না।
.
মায়ের অনেক কথা ছিল
খোকা তো আর শুনল না,
সকালে তাই খোকা উঠে
মায়ের ঘরে ঢুকল না।
.
খোকা ছুটল অফিস পানে
মা এখনো ঘুমে,
শাশুড়ি আজ চলে যাবে
বউ তাই গান শুনে।
.
সকাল বাজে দশটা আজ
মা ঘুম থেকে উঠলো না,
মাকে বউ ডাকতে গেল-
সাড়া একটু জুটল না।
.
এমন দেখে বউটি ভয়ে
স্বামীকে দেয় কল,
খোকা এসে মায়ের মাথায়
ঢালতে থাকে জল।
.
তবু তো আজ মা উঠেনা
মরন ঘুমে ঘুমিয়ে,
মা খোকাকে কষ্ট দেয়নি
চলে গেছে সব চুকিয়ে।
.
খোকা এখন বুঝতে পারে
নিজের করা ভুল,
ঐ ভুলেতে প্রাসাদ গড়ে
কত মায়ের ফুল।
.
শোন বিশ্বের সব খোকারা
মাকে দেয়না কষ্ট,
মায়ের চেয়ে কেউনা আপন-
হয়না পথ ভ্রষ্ট।
.
০৮/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১৪১০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের কথা নাই,
খোকাবাবুর মা আছে,
খুকীদের কি নাই?
মন্তব্য করতে লগইন করুন