***উঁকি***
লিখেছেন লিখেছেন egypt12 ২৯ মার্চ, ২০১৪, ০১:১৭:২৬ দুপুর
পর্দার আড়ালে থেকে
একটু উঁকি দিয়ে,
তুমি তো ভালোই আছ
এই মনটা কেড়ে নিয়ে।
.
মনটা তো থেকে থেকে
নিচ্ছে তোমার নাম,
এটা কি জাদু নাকি-
আঠা কিংবা গাম!?
.
জানি জাদু নয়-জানি জাদু নয়;
প্রেম যে এটার নাম,
এটায় ডুবে হাবুডুবু-
দিচ্ছি ভীষণ দাম।
বিষয়: সাহিত্য
১০৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
কাজ করেন ঠিক মত!!!!
মন্তব্য করতে লগইন করুন