কে সেরা "মুজিব বনাম জিয়া" এই আজাইরা কথাবার্তা কখন বন্ধ হবে???

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৯ মার্চ, ২০১৪, ০১:১৫:২০ দুপুর

স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৪৩ বছর আগে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রায় অর্ধ শতাব্দী পরে এসেও আমাদের শুনতে স্বাধীনতার ঘোষক মুজিব নাকি জিয়া এই ধরনের তুমুল বির্তক!!!

যখন বাংলাদেশি হিসেবে সবাই কে দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার ঠিক তখনই রাজনৈতিক গুষ্ঠি গুলো বিভিন্ন আজাইরা বিষয় নিয়ে বিতর্ক জড়িয়ে দেশের মানুষকে দু-ভাগে বিভক্ত করতেছে।

এখন আবার নতুন করে কে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে তা নিয়ে তুমুল বাক যুদ্ধ চলতেছে রাজনৈতিক দল গুলোর মধ্যে।

এক কথাই মুজিব এবং জিয়ার কোন তুলনা নেই। যার তুলনাই সেই। দু জনই যা করেছে তা দেশের জন্য করেছে। দয়াকরে কেউ তাদের কৃতিত্বের গভিরতা নির্ণয় করতে যাবেন না। যখনই তাদের কৃতিত্বের গভিরতা নির্ণয় করতে যাবেন তখন দেশের মানুষ দু-ভাগে ভাগ হয়ে কাদা ছুটাছুটি করবে।

so everybody cool down

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199739
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতদিন আমরা পশ্চাতমুখি রাজনিতির হাত থেকে মুক্ত হতে পরবোনা ততদিন চলবে এই আজাইরা তর্ক।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
149413
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : totally Right, তবে এক কথাই মুজিব এবং জিয়ার কোন তুলনা নেই। যার তুলনাই সেই।
199761
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : মুজিব ইজ দ্য বেষ্ট।
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
149438
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হতে পারে নেতা হিসেবে। কিন্তু শাসক হিসেবে জিয়ার নামই আগে আসবে কিন্তু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File