ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৯ মার্চ, ২০১৪, ০১:০৭:২৬ দুপুর
“ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল ২৮/০২/২০১৪ ইং তারিখে কমিউনিটি ব্লগারস’ ফোরাম কর্তৃক জাতীয় প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত হয়ে গেল ধূমপান বিরোধী অভিনব প্রচারণা ও মানববন্ধন।
সকাল ৮.০০ ঘটিকা হতেই প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রস্তুতি পর্ব শেষে সুন্দর শ্লোগানটি মুদ্রিত টি শার্ট পরিধান করে সকলে সকাল ৯.০০ টায় প্রচারণা ও মানববন্ধন এর কাজ শুরু করে দেন।
প্রথমে মানববন্ধনে উপস্থিত সকলে একে একে “ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন” শ্লোগানটি উচ্চারণ করে কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
এরপর কমিউনিটি ব্লগারস’ ফোরাম এর সদস্য সচিব এম. ওহিদুল ইসলাম(শ্যামল) এ কর্মসূচীর যৌক্তিকতা তুলে ধরেন এভাবে-
“ধূমপান এর মত মারাত্মক ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে যুগোপযোগী আইন প্রনয়ণের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতার বিকল্প নেই। জনসচেতনতার অংশ হিসেবেই আজ কমিউনিটি ব্লগারস’ ফোরাম ‘ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন’ শ্লোগানে ধূমপানের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। ফুলের সৌরভে হর্ষোৎফুল চিত্তে মনপ্রাণ আনন্দ নৃত্যে জেগে ওঠে আমাদেরকে ধূমপান এর মত বদঅভ্যাস ত্যাগ করে কল্যাণকর কিছু করার প্রেরণা যোগাবে।”
ইতিমধ্যে সিবিএফ এর সম্মানিত সদস্যবৃন্দ সকলকে ফুল দিয়ে ধূমপানের বিরুদ্ধে প্রচারণায় নামেন। ফুল দেয়ার পাশাপাশি জনগণকে ধূমপানের কুফল ও ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন তাঁরা।
ফুল দেয়া হয় বাস যাত্রী, বাস চালক, সহকারী, রিক্সা চালক, রিক্সাযাত্রী ও সেখানে উপস্থিত সকলকে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরাও বাদ যাননি ফুল প্রাপ্তি হতে। সকলে আনন্দ চিত্তে ফুল গ্রহণ করেন ও এ সুন্দর কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
কিছু ছবি-
ফুল পেয়ে আনন্দিত রিক্সাচালক ভায়েরা। এক রিক্সাচালক ওয়াদা করলেন আজই ধূমপান ত্যাগ করবেন।
ফুল পেয়ে রিক্সাযাত্রী বোনটি খুব খুশী।
পুলিশ ভাইয়েরাও আমাদের ফুল আনন্দচিত্তে গ্রহণ করলেন ও সুন্দর কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন।
পথচারী এই বয়োবৃদ্ধ ব্যক্তিটিও আমাদের সুন্দর কর্মসূচী দেখে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিলেন।
উপস্থাপনার ফাঁকে স্বরচিত ছড়া পাঠ করলেন এম. ওহিদুল ইসলাম (শ্যামল)----------
ধূমপান ছেড়ে দিন,
ফুলের সৌরভ নিন
আর নয় বিষপান,
ছেড়ে দিন ধূমপান।
কেন শুধু অপচয়,
মিছেমিছি জীবনক্ষয়
বদঅভ্যাস ছাড়িয়ে বিবেকের হোক জয়,
অপচয় এড়িয়ে করবো সঞ্চয়।
বিষাক্ত ধোঁয়ায় নষ্ট পরিবেশ,
নির্মল বায়ূ চাই, দূষণমুক্ত বাংলাদেশ।
পরিবারে হাহাকার,
ফুসফুসে ক্যান্সার
জীবনটা ছারখার।
ধূমপান ছেড়ে ফুল কিনি,
রোমান্স মনে রিনিঝিনি।
ফুলের সৌরভে হর্ষোৎফুল চিত্তে,
জেগে উঠে মনপ্রাণ আনন্দ নৃত্যে।
ছেড়ে দেব ধূমপান আজ হতে করি পণ,
ধূমপানের টাকায় হবে দারিদ্র্য বিমোচন।
সিবিএফ এর জন্য সুদূর কাতার হতে ছড়া পাঠিয়েছেন বিশিষ্ট ছড়াকার সৈয়দ আহমেদ হাবীব (বাকপ্রবাস) ও দুবাই হতে মোহাম্মদ জামাল উদ্দিন।
তাঁদের রচিত ছড়া পাঠ করছেন আরেক ছড়াকার ও কবি আবদুল মাজেদ।
সিবিএফ এর আহবায়ক জনাব আলিফ রশিদ বাহাদুর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ধূমপানের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতি আলোচনার পাশাপাশি তিনি বলেন, “আমরা স্মার্ট, আমরা ধূমপান করিনা। ধূমপান কোনো স্টাইল নয়, কোনো ফ্যাশন নয়। যারা আধুনিকতার সংজ্ঞা জানেনা, তারাই আধুনিকতার নামে ধূমপান করে।”
বক্তব্য দিচ্ছেন মাসিক কারেন্ট নিউজ এর সম্পাদক নাঈম ইসলাম।
বক্তব্য দিচ্ছেন আলোর মিনার এর সম্পাদক মাওলানা ইসহাক খান।
প্রকৌশলী, আইনজীবি, চিকিৎসক, আলেমসমাজ ও ফার্মাসিস্ট সহ বিভিন্ন পেশাজীবি এই মহতী উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নিলেন ভাসানী ন্যাপ এর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Daily New Nation এর সাবেক Editor মোস্তফা কামাল মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মজুমদার বলেন, ধূমপানে স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেকেই বলেন, আমি তো ধূমপান করি কিন্তু আমার তো ক্যান্সার হয়নি। কথাটি সঠিক নয়, ধূমপান ধীরে ধীরে ক্যান্সারসহ নানান রোগের জন্ম দেয়। তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এই জন্যই সামাজিক সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন মোস্তফা কামাল।
মানববন্ধনের আরো কিছু ছবি-
Community Bloggers' Forum (কমিউনিটি ব্লগারস’ ফোরাম) এর ফেসবুক পেইজ-
https://www.facebook.com/bdcbf
যে সকল প্রিন্ট মিডিয়ায় সিবিএফ এর মানববন্ধন এর খবর ও ছবি প্রকাশিত হয়েছে।
-দৈনিক সকালের খবর, দৈনিক অর্থনীতি প্রতিদিন, Daily New Nation, Daily Independent, দৈনিক সংগ্রাম, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের ডাক ও দৈনিক ভোরের পাতা।
এছাড়া এক ডজনেরও বেশি অনলাইন নিউজ পোর্টাল ছবিসহ সংবাদ প্রচার করেছে।
মানববন্ধনে ব্যবহৃত বিভিন্ন ব্যনার ও ফেস্টুন।
কয়েকটি লিংকঃ
http://www.shokalerkhabor.com/2014/03/29/index.html
http://arthonitiprotidin.com/2014/03/29/ধূমপানবিরোধী-মানববন্ধন/
http://primenews.com.bd/bangla/details/60828
http://www.durbarnews24.com/national/details/8262.html
http://www.risingbd.com/l/detailsnews.php?nssl=5db413912b703e46bc1aaee48504bfae&nttl=2803201443641
http://www.munshiganjtimes.com/কমিউনিটি-ব্লগারস-ফোরাম-স/
http://www.sheershanews.com/2014/03/28/30879
http://dhakareport24.com/dhaka/2014/03/28/18087
http://www.atntimes.com/archives/107074
http://www.banglamail24.com/bmdist/index.php?view=details&dist=dhaka&data=Cook&news_id=83770
সকাল ১০ টা ২০ মিনিটে সিবিএফ এর আহবায়ক আলিফ রশিদ বাহাদুর সবাইকে ধন্যবাদ জানিয়ে সফল কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
দেশকে ও দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
বিষয়: বিবিধ
১৮৯৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবাদন মনে হচ্ছে।
সিবিএফ ভবিষ্যতেও এমন আরো সামাজিক ও বুদ্ধিবৃত্তিক কর্মসূচী হাতে নিবে ও সফল করে দেশ-জাতীর হৃদয়ে স্থান করে নিবে এই প্রত্যাশা করছি।
আমরা তোমাদের উত্তর উত্তর সফলতা এবং নিরলস চেষ্টার জন্য প্রার্থনাও করি।
মানববন্ধনে উপস্থিত সংশ্লিষ্ট সব ব্লগার ও লেখকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
খুব ভালো লাগ্লো...
এগিয়ে চলুন...
সিবিএফ এগিয়ে চলুক
তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই
সুদুর চট্টগ্রাম থেকে গিয়ে রাজধানীর দূর্ধান্ত ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবি, ইঞ্জিনিয়ার, লেখকদের সাথে একটি জাতীয় সমস্যার উপর সচেতন মূলক ক্যাম্পেইনে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব চত্তর যেন গোলাপে গোলাপে সুরোভিত একটি কাননে পরিনত হয়েছিল ২৮মার্চ’১৪ইং শুক্রবার ।
আজকে সকালে দৈনিক সংবাদ=৪র্থ পৃষ্টার ১ম কলাম।
দৈনিক ভোরেরপাতা=শেষ পাতার ৪র্থ কলাম।
দৈনিক সংগ্রাম=৩য় পৃষ্টার ৬ষ্ট কলাম ।
দৈনিক অর্থনীতি প্রতিদিন=শেষ পৃষ্টার ১ম কলাম।
The independent=৯ম পৃষ্টার ২য় কলাম।
The New Nation=১১পৃষ্টার ৪র্থ কলাম।
উপরোক্ত পত্রিকায় সিবিএফ এর ধূমপান বিরুধী ক্যাম্পেইনের খবর দেখে অনেক ভাল লেগেছে।
নিউজটি ১২/১৪টি অনলাইন নিউজ পোর্টাল প্রচার করেছে ।
আমি সকল পত্রিকা ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সেই সাথে যারা উক্ত মহতী অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহন করেছেন, কষ্ট করেছেন
সময় ও শ্রম দিয়ে, ত্যাগ স্বীকার করেছেন টাকা দিয়ে, মিডিয়া পার্টনার হয়েছেন,
স্পন্সর হয়েছেন, সম্মানীত মেহমানবৃন্দ কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি
কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ
আর কোন কোন পত্রিকায় এসেছে জানালে খুশি হবো।
আর কোন কোন পত্রিকায় এসেছে জানালে খুশি হবো ।
মন্তব্য করতে লগইন করুন