‘ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন’ (সিবিএফ এর মানববন্ধনের ছবির ব্লগ)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৯ মার্চ, ২০১৪, ১২:২৫:০১ দুপুর
‘ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন’ শ্লোগানে ধূমপানবিরোধী মানববন্ধন করেছে কমিউনিটি ব্লগারস ফোরাম-সিবিএফ। সিবিএফ’র আহ্বায়ক আহমদ রশিদ বাহাদুরের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। আরও বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাষানী , সাংবাদিক এম জহিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ হাসান মুকুট, ফয়েজ আহমেদ ও সিবিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মোস্তফা কামাল মজুমদার বলেন, ধূমপানে স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেকেই বলেন, আমিতো ধূমপান করি, কিন্তু আমারতো ক্যান্সার হয়নি। কথাটি সঠিক নয়, ধূমপান ধীরে ধীরে ক্যান্সারসহ নানান রোগের জন্ম দেয়।
তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। আর এ সচেতনতার জন্যই সিবিএফ’র আজকের মানববন্ধন।
সিবিএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কলামিস্ট ওহিদুল ইসলাম শ্যামল-এর পরিচালনায় পরিচালনায় এতে অংশ নেন- আইনজীবীদের প্রতিনিধি অ্যাডভোকেট হোসেন আলী সরকার, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, কৃষিবিদদের প্রতিনিধি কৃষিবিদ মোখলেসুর রহমান রুমেল (গবেষক জাবি), ফার্ম্যাসিস্টদের প্রতিনিধি শরফুদ্দিন আহমদ লিঙ্কন, কবি আব্দুল মাজেদ, ব্লগ মডারেটর ইসহাক খান, কারেন্ট নিউজের সম্পাদক নাঈমুল ইসলাম, ব্লগার ফখরুল ইসলাম, ব্লগার মুজাহিদ হোসাইন সজিব, সাংবাদিক ও শিল্পী ইলিয়াস হাসান, প্রবাসী ব্লগার নজরুল ইসলাম, রমজান মাহমুদ, শেখ রাসেল ফখরুদ্দিন, বাহার টিটু, তাজুল ইসলাম রাকিব, শিহাব মাহমুদ রাকিব, হৃদয় উদ্দিন ঢালী, ইহসান রশিদ রাজু, সাংবাদিক আব্দুল কাইয়ুম, মাজহারুল ইসলাম রোকন, মো. ইয়াসিন আলী, মো: ইবরাহিম খলিল, মাজহারুল ইসলাম (ঢাবি), মো. রাশেদ (ঢাবি), মাকসুদুর রহমান বিজয় (ঢাবি) সাংবাদিক ইকবাল হোছাইন ইকু প্রমুখ।
সিবিএফ’র মানববন্ধনে মিডিয়া পার্টনার ছিল- দৈনিক সংবাদ, প্রাইম নিউজ.কম.বিডি, মাসিক বিক্রমপুর, লাইট হাউজব্লগ। স্পন্সর ছিল লেটস গো টুরিজম।
আমাদের ধুমপান বিরোধী মানববন্ধনে সিবিএফ এর সদস্য সচিব ওহিদুল ইসলাম শ্যামল ভাইয়য়ে স্বরচিত ছড়া
ধূমপান ছেড়ে দিন,
ফুলের সৌরভ নিন
আর নয় বিষপান,
ছেড়ে দিন ধূমপান।
কেন শুধু অপচয়,
মিছেমিছি জীবনক্ষয়
বদঅভ্যাস ছাড়িয়ে বিবেকের হোক জয়,
অপচয় এড়িয়ে করবো সঞ্চয়।
বিষাক্ত ধোঁয়ায় নষ্ট পরিবেশ,
নির্মল বায়ূ চাই, দূষণমুক্ত বাংলাদেশ।
পরিবারে হাহাকার,
ফুসফুসে ক্যান্সার
জীবনটা ছারখার।
ধূমপান ছেড়ে ফুল কিনি,
রোমান্স মনে রিনিঝিনি।
ফুলের সৌরভে হর্ষোৎফুল চিত্তে,
জেগে উঠে মনপ্রাণ আনন্দ নৃত্যে।
ছেড়ে দেব ধূমপান আজ হতে করি পণ,
ধূমপানের টাকায় হবে দারিদ্র্য বিমোচন
Orthoniti Protidinanglardamalsontan/1396080225.jpg" />
যে সকল প্রিন্ট মিডিয়ায় সিবিএফ এর মানববন্ধন এর খবর ও ছবি প্রকাশিত হয়েছে।-দৈনিক অর্থনীতি প্রতিদিন-শেষ পৃষ্ঠার একেবারে নিচে। দৈনিক সকালের খবর-৯পৃষ্ঠা ১এর কলাম। দৈনিক ভোরের পাতা-শেষ পৃষ্ঠার ৪এর কলাম। দৈনিক সংবাদ-৪পৃষ্ঠা ১-২কলাম। দৈনিক সংগ্রাম-পৃষ্ঠা৩ কলাম৬। The Independent-Page9, Colum 2-5, The New Nation Page11 Colum 4-6
যে সকল অনলাইন মিডয়া সিবিএফ এর মানববন্ধন এর ছবি ও খবর প্রকাশ হয়েছে
Prime NewsSongbad ProtidinGreen WatchEuro Bangla NewsBanglamail24Dhaka Report24Rising BdJamuna News24Banglanews NextbdATN TimesDurbar NewsMunshiganjtimeshttp://www.sheershanews.com
বিষয়: বিবিধ
২৭৭৩ বার পঠিত, ১৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ার করা হলো।
এটাতেও ভিজিট করতে ভুলবেননা।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1838/President/41759#.UzZ4QM63TDc
তবে আমার প্রবন্ধপাঠটি কেউ কোথায়ও উল্লেখ করেননি!!!!!!!!!
উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবাদন মনে হচ্ছে।
সিবিএফ ভবিষ্যতেও এমন আরো সামাজিক ও বুদ্ধিবৃত্তিক কর্মসূচী হাতে নিবে ও সফল করে দেশ-জাতীর হৃদয়ে স্থান করে নিবে এই প্রত্যাশা করছি।
সংশ্লিষ্ঠদের ধন্যবাদ সুন্দর এই আয়োজনের জন্য।
আপনি অনেক কষ্ট করেছেন,
যাজাকআল্লাহ।
প্রিয়মুখগুলো দেখে খুব ভালো লাগলো।
ছবির ক্যাপশনে পরিচিতিটা লিখতে পারলে ভাল হয় ।
ধন্যবাদ
ছবির ক্যাপশনে পরিচিতিটা লিখতে পারলে ভাল হয় ।
ধন্যবাদ
আপনার জন্য-
জাইন্যা শুইন্যা হালার ছরকার পাবলিক মারার লাইসেন্স দ্যায় ক্যা?
খুব ভালো লাগ্লো...
এগিয়ে চলুন...
চট্টগ্রামে হলে এই বান্দা অবশ্যই থাকতো!
ািসিবিএফ এর অগ্রযাত্রা শুভ হোক।
শেয়ার করার জন্য বাংলার দামাল সন্তানকে অনেক অনেকে ধন্যবাদ।
===এগিয়ে চলুন======
যাই হোক আশা করি আগামী প্রোগ্রামে থাকতে পারবো ।
আগামীতে আপনার
পাশেই পাবেন
ইনশাআল্লাহ।
আপনার ফুল-
আপনাকে
আরো
বড়
ফুলের
শুভেচ্ছা-
চাটগায়ে হলে কি জোবাইর ভাইকে পাবো?
আপনার
ভাগের
ফুল-
শীগ্রয়ং শুভং........।
ধন্যবাদ নাইম ভাই, আপনার উপস্হিতির মাঝেই নিজেকে খুঁজে নেব।
সিবিএফ এগিয়ে চলুক
প্রচুর গোলাপ দিতে হবে ভাইয়া
এইভাবে যে গোলাপ দিছেন ভাবি জানে ??
‘‘তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই ’’
সুদুর চট্টগ্রাম থেকে গিয়ে রাজধানীর দূর্ধান্ত ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট
সাংবাদিক, বুদ্ধিজীবি, ইঞ্জিনিয়ার, লেখকদের সাথে একটি জাতীয় সমস্যার উপর
সচেতন মূলক ক্যাম্পেইনে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব চত্তর যেন গোলাপে গোলাপে সুরোভিত একটি কাননে
পরিনত হয়েছিল ২৮মার্চ’১৪ইং শুক্রবার ।
আজকে সকালে
দৈনিক সংবাদ=৪র্থ পৃষ্টার ১ম কলাম।
দৈনিক ভোরেরপাতা=শেষ পাতার ৪র্থ কলাম।
দৈনিক সংগ্রাম=৩য় পৃষ্টার ৬ষ্ট কলাম ।
দৈনিক অর্থনীতি প্রতিদিন=শেষ পৃষ্টার ১ম কলাম।
The independent=৯ম পৃষ্টার ২য় কলাম।
The New Nation=১১পৃষ্টার ৪র্থ কলাম।
উপরোক্ত পত্রিকায় সিবিএফ এর ধূমপান বিরুধী ক্যাম্পেইনের খবর দেখে অনেক ভাল লেগেছে।
নিউজটি ১২/১৪টি অনলাইন নিউজ পোর্টাল প্রচার করেছে ।
আমি সকল পত্রিকা ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সেই সাথে যারা উক্ত মহতী অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহন করেছেন, কষ্ট করেছেন
সময় ও শ্রম দিয়ে, ত্যাগ স্বীকার করেছেন টাকা দিয়ে, মিডিয়া পার্টনার হয়েছেন,
স্পন্সর হয়েছেন, সম্মানীত মেহমানবৃন্দ কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি
কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ
আর কোন কোন পত্রিকায় এসেছে জানালে খুশি হবো ।
আমি জালালাবাদ থেকে আসছিলাম।
আমি জালালাবাদ থেকে আসছিলাম।
কিছু ফুলই তো, কাটা তোর আর না...হা হা হা
ননদ-ভাবিদের কাউকে দেখতাছি না যে...
সত্যিই আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন।
ইনশা আল্লাহ আগামী দিনের প্রোগ্রামগুলোতেও "সিবিএফ"এর সাথে থাকার চেষ্টা করব।
অনেক অনেক সুন্দর একটি পোষ্টের জন্য অতি পরিশ্রমী ও নিঃস্বার্থ আত্মত্যাগী ছোট ভাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।
ফিরিয়ে নিন মুকখান
আমরাতো আবার হুজুগে বাংগাল কিনা ! আপনাদের ধুমপান বিরোধী প্রচারনায় লোকজন আবার ধুমপান বাদদিয়ে গন্জিকা সেবন শুরু করবেনাতো !
ধন্যবাদ ।
শুভ কামনা।
মন্তব্য করতে লগইন করুন