***এসো মুসলিম হই***

লিখেছেন লিখেছেন egypt12 ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৭:১৫ দুপুর



আজকে তিমির ঘিরেই রয়েছে

আমাদের চারিদিক,

ঊষার আলোটা কখন পাবো

সেটাও জানি কী ঠিক?

চারিদিকে শুনি পরাজয় আর

হতাশার কোলাহল,

তৃষ্ণায় খুঁজি মিঠে পানি আর

পাইলাম নোনাজল।

এতো জল কার চক্ষু গড়ায়ে

হয়ে গেলো বন্যা!!!

খুঁজতে গিয়েই দেখলাম আমি

রক্তিম কান্না।

মুসলিম আমি তাইতো কাঁদি;

এটাই আমার পাপ!?

আরশ ভেদিয়া কান্না আমার নিয়ে

আসে অভিশাপ।

অভিশাপে তোরা ধ্বংসই হবি

ওরে জালিমের দল,

সব কিছু লুটে পড়ে নিলি যারা

মিথ্যে মায়ার ছল।

ছলে ছলে যাবে জীবন তোদের-

দুনিয়ায় ভরা রঙ্গ,

আমার ভাই যে ভুলপথে তাই-

অক্ষত তোর অঙ্গ।

নয়া জামানার জাগছে খালিদ

ধ্বংসের লাভা হতে,

সেই লাগাবে সুখের মলম

সোনালী আশার রথে।

মর্দে মুমিন মন ভাঙ্গেনা

এতো এতো হার দেখে,

মুমিনের মন হার থেকে শেখে-

মৃত্যুর ভয় ফিকে।

মৃত্যু তুমি ভয়ের নও’তো

ক্ষণিকের প্রস্থান,

বিধাতার কাছে আশ্রয় সেতো

শহীদের সম্মান।

ধৈর্য ধরো আসবে ঊষা;

যখনি উচ্চ স্বরে,

বেলালের মতো ডেকে নেবে কেউ

আমার সাথে তোরে।

আমি তুই মিলে প্রাচীর বানাবো

সীসা ঢালা ঐক্যের,

ঐক্যতে হবে বিজয় মোদের;

মুসলিম বিশ্বের।

তোর সাথে ভাই কাঁধ মেলাবো-

হেঁটে যাবো বহুদূর,

এক সাথে দেবো তকবীর মোরা-

এক গানে দেবো সুর।

সেই দিনটাই দেখতে যে চান

মহান করুনাময়,

ভাই থামাবে ভাইয়ের কান্না-

ভাইয়ের বুকের ক্ষয়।

এতেই আসবে বিজয় মোদের

এতেই আসবে সুখ,

যখন এক কাতারে রক্ত ঝরাবে

তোমার-আমার বুক।

সেই দিনটাই এনে দাও প্রভু

এনে দাও সম্মান,

আমাদের তুমি মুসলিম করো

ভেঙ্গে দাও ভুল শান।

৩০/০৮/২০১৩

বিষয়: সাহিত্য

১৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File