রাতে - আমাতে সংঘর্ষ javascript:void(0);

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৫:৩৬ দুপুর

তখনও দিন যায়নি বাড়ির পথে,

রাতের ছিলনা ঝুপ করে নামবার অবকাশ

সূর্যটা আতকে ছিলো দিগন্তছোঁয়া মেঘের সাথে-

রক্তিম হয়ে ঝলসে ছিলো পশ্চিমাকাশ।

নীড় ভরে উঠেছিলো পাখিতে

তীরে ফেরা খেয়া নৌকার মতো,

ডাহুকেরা ফিরে চলে ক্লান্তিতে

শুরু হয় জোনাকিবেলা অবিরত।

জেগে উঠে ধীরে ধীরে নিশাচর শহর

সঞ্চার জাগে বর্ণিল নিয়নের প্রাণে

নেমে আসে সিড়ি হয়ে জ্যোৎস্নার বহর

চাঁদে মেঘ বারবার আঘাত হানে।

ছায়াপথে ছুটোছুটি উল্কার

থেকে থেকে খসে পড়ে তারকা

ঢেউগুলো রাশিরাশি ঝংকার

নদীরা খুলে নেয় পাদুকা।

ছল্ ছলাৎ ছলাৎ অবিরত

মেলা বসে জোনাকীর শতশত

নিরবতা দূর হয় আছে যত

পড়ে থাকি আমি চন্দ্রাহত।

বিষয়: সাহিত্য

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File