বাগ’স লাইফ (BUGs LiFE) পিপড়ে পর্ব
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১৭ আগস্ট, ২০১৪, ১০:২৫:৫৬ রাত
ঘরের কোণে পড়ে থাকা এক ঘুমের বড়ি দেখে...
খাবার ভেবে এক পিপড়ে গিয়ে দেখলো একটু চেখে।
ব্যস! আর যায় কৈ, শুরু হয়ে গেলো ধমাধম রক ড্যান্স,
এদিক সেদিক দুলছে মশাই হারিয়ে বডি - ব্যালেন্স ।
সহসা সে পড়ে গেলো হায় পিপড়ে-সেনার নজরে ,
প্লাটুন কয়েক কালো পিপড়ে ধরলো তাকে ঘিরে ।
"এই উজবুক, কাজে ফাকি দিয়ে খেয়েছিস কি বল?
জানিস তো শালা ড্রিংকের শাস্তি, করিসনা কোন ছল"।
এদিকে বেচারা সূর্যকে ঘিরে ঘুরছে কক্ষপথে
মাথার উপর হাজার তারা দুলছে সাথে সাথে।
নেচে নেচে পড়বি তো পড় মেজর স্যারের গায়ে,
দু পায়ের উপর টলছে ব্যাটা ডানে আবার বায়ে।
চ্যাংদোলা করে আর্মির দল নিয়ে চলল তারে এবার
রাণীর দরবারেই এ খাটাশের হবে উপযুক্ত বিচার ।
********************************************
সব শুনে রাণীমা রায় দিলের তার পাঁচ ঘন্টার জেল।
তারও আগে পানিতে চুবাতে না হয় যেনো অবহেল ।
বেচারার জ্ঞান ফিরলো তাও গোটা ঘন্টা পাঁচেক পর।
জেলে গিয়েও জানলো সে "জেল"টা কেমন ঘর !!
www.preacherofislam.wordpress.com
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে স্রেফ বাচ্চাদের কিংবা সবার আনন্দের জন্য লেখা, মাঝে মধ্যে কিছুটা হাসলে ক্ষতি কি?
সবসময় কি গুরু গম্ভীর লেখাই চলবে? কি বলেন বস....?
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন