মন বিহীন শরীর !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ১৭ আগস্ট, ২০১৪, ১০:৩০:৪৬ রাত

মন বিহীন শরীর !!!

মন ভাল থাকেনা । কারনে অকারনে বিষণ্ণতায় ভুগে । মন ভাল রাখার কোন ওষুধ থাকলে হয়তো ১ +০+১ প্রেসক্রিপশনটা চাইতাম।। প্রিয়জন চোখের সামনে আস্তে আস্তে করে প্রচণ্ড ব্যথায় কাতরাতে কাতরাতে মলিন হয়ে যাচ্ছে । আমি তা নিয়তি বলে পরাজয়টা মেনেই নিয়েছি, তবু মন মাঝে মাঝে বাগড়া দেয় । চায় আশার গল্প শুনতে । কিন্তু বংদেশের বাস্তবতার চাবুকে সে যে দুরাশা । ইউনাইটেড হাস্পাতালের গল্পে মন আজ প্রচণ্ড বিক্ষুদ্ধ । মনে হচ্ছে আসলাম সাহেব শুধু মরেনি , মরেছে আমাদের সমাজের বিবেক আর নৈতিকতার আত্মাটাও । আর সেটা হিমাগারে রাখা হয়নি বলে দুর্গন্ধে মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে । মনে হয় আমি যেন আবর্জনার এক বিশাল ডাস্টবিনে । টাকা পয়সা না থাকলে জীবন কুকুর বিড়ালের মতই অর্থহীন । আর ক্ষমতা আর অর্থ থাকলে শামীম ওসমান, মহসিনের মত দুপেয়ে রাবিশ আর খবিশ প্রাণী গুলিও মনুষ্য সমাজের ভি আই পি । মানবিক গুনাবলীর সংবেদনশীল মনটাকে আমরা পিনাক ৬ এর মত ডুবিয়ে মেরে ফেলেছি ।

অমানবিক আর স্বার্থপরের এই যুগে খোলা মাঠ আর পার্কের অভাবে কম্পিউটার গেমে আর টিভির কার্টুনে হাঁসফাঁস করা ভবিষ্যৎ আমিময় প্রজন্ম দেখলে মনে হয় এখানে থাকার নিয়তই আজন্ম পাপ ।

সময় একদিন বদলাবেই... এই মিছক পজিটিভ ভাবনাটা_ ভাবতে মন আজ বিদ্রোহী ।

আমি একটা মন বিহীন শরীর চাই ।

তাই মন নামক টিভি চ্যানেলটা আজ না হয় মারফতি গানেই (সংগৃহীত) ডুবুক ..। কি এমন ক্ষতি !!!!

আউলা চুলে বাউলা হইলাম

সাথে নিলাম একতারা

মন আমার দেহ ঘড়ি তিন কাটা।।

এক কাটা তে কাঁদা আমার এক কাটাতে হাঁসা

আর এক কাটায় বসে বসে

তোমার কথা ভাবা দয়াল তোমার কথা ভাবা।।

অধম দেবাশিস কয় দেহ ঘড়ির বয়স হল মেলা

ঘড়ির কাটা থেমে গেলে বুঝবে তখন জ্বালা

ও মন বুঝবে তখন জ্বালা।।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255317
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
আহ জীবন লিখেছেন : হারায়ে বুঝব সব।
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
199587
মামুন লিখেছেন : ঠিকই বলেছ ইমরোজ। এই বং দেশে থাকতে হলে, একটা মন বিহীন শরীর হলে ভালো হয়। কিন্তু সেটি আদতে সম্ভব যখন হচ্ছে না,তখন যেগুলো দেখলে কষ্টটা অনুভূতিতে প্রকট হয়, সেদিকে তাকিও না। সব সময় অবশ্য এটাও সম্ভব হবে না; কারণ অন্যান্য অনেক গুণের ভিতরে এই এলাকার অধিবাসীদের 'কিছু করার চেয়ে দেখার জজবা টা'বেশী। ভালো লাগলো তোমার লিখা। অনেক ধন্যবাদ ইমরোজHappy
255363
১৮ আগস্ট ২০১৪ রাত ০২:০৪
মামুন লিখেছেন : ঠিকই বলেছ ইমরোজ। এই বং দেশে থাকতে হলে, একটা মন বিহীন শরীর হলে ভালো হয়। কিন্তু সেটি আদতে সম্ভব যখন হচ্ছে না,তখন যেগুলো দেখলে কষ্টটা অনুভূতিতে প্রকট হয়, সেদিকে তাকিও না। সব সময় অবশ্য এটাও সম্ভব হবে না; কারণ অন্যান্য অনেক গুণের ভিতরে এই এলাকার অধিবাসীদের 'কিছু করার চেয়ে দেখার জজবা টা'বেশী। ভালো লাগলো তোমার লিখা। অনেক ধন্যবাদ ইমরোজ Happy
255364
১৮ আগস্ট ২০১৪ রাত ০২:০৫
মামুন লিখেছেন : পিলাচ
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
200461
ইমরোজ লিখেছেন : ;Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File