কি । পারেনা । লোকে । ??? ( মন্তব্য নিষ্প্রয়োজন )
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ০৮ আগস্ট, ২০১৪, ০৪:৩১:০০ বিকাল
-----------------১-----------------------
কি পারেনা লোকে ?
এই দুনিয়ার বুকে ??
মিডিয়ার চাষে ' তালে ' পরিণত হয় ' তিল ' ।
জিহাদের গায়ে লাগে সন্ত্রাসের নকল ' সীল ' ।
মজলুমের রক্তে হাত ধুয়ে এসে..……
জালিমরা হাসিমুখে আবার ডিনারেও বসে।
দিনকে রাত করে তোলে চোখের পলকে,
বলো..…..… কি পারেনা লোকে ??!
-----------------২-----------------------
খুনীর গলায় আজ জয়মাল্য দোলে ।
জনতার দেহে কাঁচা পয়সার লোভে
পণ্যের "সিরিঞ্জ" দিয়ে কালো বিষ ঢালে।
শিক্ষার তুলিতে ছাত্রদের কঁচি জিভে
শিক্ষক অপশিক্ষার ছবি আঁকে।
বলো.… কী পারেনা লোকে ??!
----------------৩----------------------
আদম-ব্যাপারীর দশ আঙ্গুলী.…
ফুলে ফেঁপে হয়ে উঠে কলাগাছ।
ভদ্র সমাজের তুমুল করতালি.…
বৈধতা দেয় দেহপসারিণীর নাচ।
যৌবনের রক্ত নিস্পেষিত হয় মাদকে।
বলো ..…… কি পারেনা লোকে ??!
-----------------৪--------------------
বিসমিল্লাহ আর রাষ্ট্রধর্ম তুলে দিয়ে
দেশ নাকি চলছে মদীনার সনদ নিয়ে।
অডিও বার্তায় কেউ আবার হরতাল ডেকে
পিকেটিংয়ে অন্যের পথ চেয়ে থাকে।
রাষ্ট্রযন্ত্রের পাপ পুড়ায় নিরীহ জনতাকে…
বলো দেখি… কি পারেনা লোকে ??!
এই বাংলার বুকে..……
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন