যুগে যুগে নীল নকশার প্রকৌশলীবৃন্দ

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১৫ আগস্ট, ২০১৪, ০৩:৪২:১৪ দুপুর

মীর জাফরের বন্ধু মোরা সীরাজের নই কেহ।

আনুগত্যের মোড়কে মোদের কৃতঘ্নতার দেহ।

প্রতিটি যুগেই জন্মি মোরা নিশাচর প্রাণী হয়ে

ঘুণের মত সত্য - দূর্গ ক্ষয় করি ধীর লয়ে ।

#

মোরা ঈসা-যুগের যিহুদা কিংবা মুসার সামেরী।

মোরা নূহ-পুত্র কেনানের যেন যোগ্য উত্তরসূরী।

ইউসুফ ভাতৃগণের মোরা আদর্শিক অনুসারী।

মুহাম্মদ কালের উবাই মোদের শ্রেষ্ঠ কান্ডারী।

*

পারভেজ মোশাররফ মোদের উত্তম দলপতি।

হু.মু এরশাদ না হলে মোদের ঘটতো অবনতি।

কপটতা মোদের স্বভাব,বিশ্বাসঘাতকতা শিরণাস্ত্র।

দু' মুখো সাপ আমরা মানিনা কভূ কোন শাস্ত্র।

@

খালেদ-ওমর নেই বলে মোদের এ যুগে কতো সুযোগ।

ইসলাম নিয়ে করতে খেলা একটুও কাপেনা এ বুক।

মোদের দলে নাম লেখাবি কে কে আছিস বল ??

মোরা চির তাবেদার চির গাদ্দার নিমকহারামির দল।

বিষয়: আন্তর্জাতিক

১২৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254569
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:১৪
198404
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
254587
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
কালো পাগড়ী লিখেছেন : মীর জাফরের সম্বিৎ ফিরে না্‌ক,
স্বদেশ প্রেমের আকাশ খিলানে যতই না তারে ডাক।
যতই না তারে কাছে ডেকে কর নিয়মিত গলাগলি,
দেশের স্বার্থ দেবে সে জলাঞ্জলি ।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
198411
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : কাটা দিয়ে এবার তুলবো কাটা
টিকবে লাঠি, মরবে সাপ।
একটু খানি খাটিয়ে মাথা,
গাদ্দারী দিয়েই দেবো গাদ্দারীর জবাব।
254592
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "মোদের দলে নাম লেখাবি কে কে আছিস বল ?"

আমি আছি
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
198406
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : স্বাগতম। এবার মীরজাফরদের সাথেই হবে গাদ্দারী।
254616
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
আফরা লিখেছেন : ফেরিওয়ালা ভাইয়া আমি এই দলে নাই ।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:১৯
198407
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : দেখা যাক কদ্দিন এই দলে না ভিড়ে পারেন!

তবে মনে প্রাণে চাইবো সবাই যেনো এই দলের কালো গ্রাস থেকে মুক্ত থাকে।
254651
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:২১
198408
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ভাই, একটু মিস্টেক হয়ে গেছে.. মিসরের সিসি'র কথা সবার আগে বলা দরকার ছিলো।
ব্যাটার কথা বেমালুম ভুলে গেছি।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
198422
বুড়া মিয়া লিখেছেন : ব্যাপার না, লেখা তো চলবে আপনার, আবার লিখে ফেলবেন আরেকটা ...
254695
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:১৬
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : শুভকামনা রইলো
254710
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : না না না, আমি নিমক হারামীর দলে যাবনা!
254713
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:৪২
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ভাইরে, আজ আপনার মতো একজন(মানে সালাউদ্দীন আইয়ুবীর মতো) সত্যি খুব দরকার।

আপনি রেখে যাওয়া ফুল বাগান যে খেয়ে নিলো দুই টাকার ছাগলে.।।
254828
১৬ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৫
আহ জীবন লিখেছেন : আমরাই সেই মানুষ অসতর্ক থেকে সতর্কতার গুরুত্ব অন্যকে বুঝাই।
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৮
198700
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ঠিক বলেছেন
১০
254843
১৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
কাহাফ লিখেছেন : হতাশা ঝেড়ে ফেলে সুন্দর আগামী বিনির্মানের স্বপ্ন বুনে যেতে হবে.......
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৯
198701
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আল্লাহ সহায় হোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File