যুগে যুগে নীল নকশার প্রকৌশলীবৃন্দ
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১৫ আগস্ট, ২০১৪, ০৩:৪২:১৪ দুপুর
মীর জাফরের বন্ধু মোরা সীরাজের নই কেহ।
আনুগত্যের মোড়কে মোদের কৃতঘ্নতার দেহ।
প্রতিটি যুগেই জন্মি মোরা নিশাচর প্রাণী হয়ে
ঘুণের মত সত্য - দূর্গ ক্ষয় করি ধীর লয়ে ।
#
মোরা ঈসা-যুগের যিহুদা কিংবা মুসার সামেরী।
মোরা নূহ-পুত্র কেনানের যেন যোগ্য উত্তরসূরী।
ইউসুফ ভাতৃগণের মোরা আদর্শিক অনুসারী।
মুহাম্মদ কালের উবাই মোদের শ্রেষ্ঠ কান্ডারী।
*
পারভেজ মোশাররফ মোদের উত্তম দলপতি।
হু.মু এরশাদ না হলে মোদের ঘটতো অবনতি।
কপটতা মোদের স্বভাব,বিশ্বাসঘাতকতা শিরণাস্ত্র।
দু' মুখো সাপ আমরা মানিনা কভূ কোন শাস্ত্র।
@
খালেদ-ওমর নেই বলে মোদের এ যুগে কতো সুযোগ।
ইসলাম নিয়ে করতে খেলা একটুও কাপেনা এ বুক।
মোদের দলে নাম লেখাবি কে কে আছিস বল ??
মোরা চির তাবেদার চির গাদ্দার নিমকহারামির দল।
বিষয়: আন্তর্জাতিক
১২৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
স্বদেশ প্রেমের আকাশ খিলানে যতই না তারে ডাক।
যতই না তারে কাছে ডেকে কর নিয়মিত গলাগলি,
দেশের স্বার্থ দেবে সে জলাঞ্জলি ।
টিকবে লাঠি, মরবে সাপ।
একটু খানি খাটিয়ে মাথা,
গাদ্দারী দিয়েই দেবো গাদ্দারীর জবাব।
আমি আছি
তবে মনে প্রাণে চাইবো সবাই যেনো এই দলের কালো গ্রাস থেকে মুক্ত থাকে।
ব্যাটার কথা বেমালুম ভুলে গেছি।
আপনি রেখে যাওয়া ফুল বাগান যে খেয়ে নিলো দুই টাকার ছাগলে.।।
মন্তব্য করতে লগইন করুন