জোটবদ্ধ আন্দোলন হচ্ছে না। জোট ভেঙ্গে আওয়ামীলীগের সাথে সমঝোতার আভাস বি এন পিতে।
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৪ আগস্ট, ২০১৪, ১১:০২:৫১ রাত
১৯ আগস্ট জোটের সমাবেশের পরিবর্তে স্বেচ্ছাসেবক দলের সমাবশের পোস্টার ছাপানো হয়েছে
জোটবদ্ধ আন্দোলন হচ্ছে না। জোট ভেঙ্গে আওয়ামীলীগের সাথে সমঝোতার আভাস বি এন পিতে। ৫ জানুয়ারীর নির্বাচনের পর সরকার পতন আন্দোলন যখন তুঙ্গে তখন হঠাৎ জোটের কারো সাথে আলোচনা ছাড়াই বি এন পির এক নেতা আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়ে আওয়ামীলীগকে সরকার গঠণের সূযোগ করে দিলেন। তারপর আগামী সপ্তাহ, আগামী সপ্তাহ করতে ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিলেও বি এন পির সুবিধাবাদী নেতারা আন্দোলন না করার পক্ষে। সর্বত্র এখন একটি কথা শোনা যায় বি এন পির মধ্যে বিশ্বাস ঘাতক, পলায়ণপর, ভীরু নেতারা আন্দোলন, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন এড়িয়ে সুবিধাবাদী রাজনীতি করতে বেশী আগ্রহী। এ জন্য আওয়ামীলীগ মামলা, রিমান্ড, নির্যাতন অস্ত্র যেমন প্রয়োগ করছে আবার সুবিধা দিয়ে বি এন পি নেতাদের কেনার কাজটিও করছে পুরোদমে। এরই আলামত ১৯ আগস্ট জোটের সমাবেশের পরিবর্তে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হবে সোহরাওয়ার্দীতে। তারা সরকারের সাথে একটি গোপন সমঝোতায় এ কাজটি করতে চায়, যে সরকার জোটের সমাবেশের অনুমতি দেয়নি, স্বেচ্ছাসেবক দলকে অনুমতি দিয়েছে তাই আপাতত জোটবদ্ধ আন্দোলন হচ্চে না, বি এন পি নেতাদের জেলেও যাওয়া লাগবে না, আন্দোলনও হবে না, সরকার পতনও হবে না।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন