বিলাসিতার নোংরা প্রতিযোগিতা

লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ১৪ আগস্ট, ২০১৪, ১০:৩১:৫৩ রাত

Oh go On-“নতুন টাইলস লাগাচ্ছি ভাবি, বুঝলেন!

আমার পছন্দের রং লাইট গোল্ডেন...

কিন্তু আপনার ভাই বলে-

এখন নাকি ডীপ ব্লু বেশি চলে”।

Wave-“তাই নাকি! ভালোই তো,

আমি অবশ্য......

সিমেন্টের ফ্লোরেই কিন্তু

খুঁজে পাই মাটির স্পর্শ।

ইদানিং খরচ হচ্ছে বেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে,

মোটা টাকা করেছি শেষ

ভালো একটা অফার পেয়ে”।

Oh go On-“ওমা, তা-ই বুঝি!

আমার কিন্তু খটকা লাগে

ডায়মন্ডই পড়ে তো ভাগ্যে

নাকি নিরেট কাঁচের কারসাজি?!”।

সন্ধ্যায়-

দক্ষিণের বাসায়-

Wave“শুনছো, ওরা নাকি টাইলস লাগাচ্ছে।

আমার কি আর সে কপালটা আছে?!”।

রাতে-

উত্তরের বাসাতে-

Oh go On“ওদের ঘরে সপ্তা সপ্তা ডায়মন্ডের হার আসে।

এমন পতি কজন নারীই বা পায় নিজের পাশে?!”।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254362
১৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
আফরা লিখেছেন : মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই । নিজের যতই থাক না কেন অন্যের সাথে তুলনা করে হায় হায় করবেই ।
১৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
198137
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হুমম, বিষয়টা এমন কেন জানিনা। পৃথিবীর এই অদ্ভুত নিয়ম গুলো কবে পাল্টাবে আল্লাহ মালুম।

প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে শুকরিয়া।
254384
১৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যত বেশি চাইবেন তত বেশি অসুখী হবে মন!
254410
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:০৬
বুড়া মিয়া লিখেছেন : জামাইগুলো যাও একটু ভালো হতে পারতো কিন্তু তীব্র-দুনিয়ালোভী বউদের জন্য অনেক সময়ই তা হয়ে উঠে না!

আর কিছু মানুষতো নিজেই শয়তান।
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৫২
198167
কাহাফ লিখেছেন : সহমত বুড়া মিয়া............।
254517
১৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৫
আহ জীবন লিখেছেন : পুরুষের সুপুরুষ সাজতে যাওয়াটাও কাপুরুসি।
১৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৬
198271
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : কবিতাটা আসলে একমাত্রিক, একদিক থেকেই তাকানো হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File