আমার দেশের সুরক্ষায় আমার দেশ ॥
লিখেছেন লিখেছেন খবর আছে ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫১:৪৬ রাত
গত কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগে উদ্দীপ্ত সাধারন জনতার ছদ্মবেশে সরকারী মদদ পুষ্ঠ ও সরাসরি সহায়তায় কথিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে । এতে দেখা গেছে নির্দলীয় নিরপেক্ষ অতি-সাধারণ ও সচেতন ছাইউনি (ছাত্রইউনিয়ন), ছামৈ (মৈত্রী), ছালী (ছাত্রলীগ) এর ছাগুদের। নানা সময়ে এখানে আসতে বাধ্য হয়েছে দেশের সরকারী চাকুরিজীবী বিভিন্ন পেশার মানুষ। কেননা পত্রপত্রিকার মাধ্যমে সেটা দেশের মানুষ ইতোমধ্যে জানতে পেরেছে। মানুষ জানতে পেরেছে যে, কিভাবে রাজধানীর স্কুল-কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কে বাধ্য করা হয়েছে শাহবাগের আন্দোলনে অংশ নেয়ার জন্য। কিন্তু তারপরেও কি সরকার বা তার দুর্গন্ধ চেলা-চামচাদের আশা পুরণ হয়েছে। শাহবাগের আসল চিত্র যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে, কিভাবে হলুদ সাংবাদিকদের মাধ্যমে, সরকারের দালাল মিডিয়ার মাধ্যমে ৫শ জনের সমাবেশকে ৫হাজার আর এক হাজার মানুষের সমাবেশকে লক্ষ জনতার ঢল হিসেবে মিডিয়ায় প্রচার করা হচ্ছে। তারপরেও কি সরকারের হীণ স্বার্থ পুরণ হয়েছে? মোটেই না। কারণ শাহবাগে যে জন-সমাগম হয়েছে তা ঢাকা শহরের একটা গার্মেন্টসের শ্রমিক সংখ্যার সমানও হয়নি। বস্তা বস্তা টাকা, মুঠি মুঠি গাজা, প্যাকেট-প্যাকেট সিগারেট, ভরি-ভরি নারীর আদর সোহাগ ছিটালে এধরনের ছাগুরা যে সেখানে হুমড়ি দিয়ে পড়বে সেটাই সাভাবিক। এটা কেমন গনতান্ত্রিক আন্দোলন? যে আন্দোলন থেকে স্বাধীন দেশের গণমাধ্যম বন্ধ করার হুমকি দেয়া হয়, বিরোধী মতাদর্শের স্বাধীন প্রতিষ্ঠানের প্রতি হামলার উস্কানী দেয়া হয়। সর্বোপরি- গত কাল একটি পত্রিকা অফিসে হামলা চালায় সরকারী ছাগুরা। হামলার হুমকি দেয়া হয় দেশের বর্তমান সর্বাধিক আলোচিত পত্রিকা আমার দেশকে। আমার দেশ বন্ধ করে দেয়া হবে বা আগুন লাগিয়ে দেয়া হবে বলে যে সব হুমকি দেয়া হয়েছে তা কি কোনো স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের মদদ পুষ্ট ছাগুদের আচরণ হতে পারে? যারা কিনা গণতন্ত্র- গণতন্ত্র বলে নাকের পানি, চোখের পানি, চোখের ময়লায় সর্বাঙ্গ একাকার করে ফেলে, তাদের চরিত্র, আচরণ যদি প্রতিহিংসা পরায়ন ও গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করার জন্য এত উদ্গ্রিব হয়। তাহলে গণতন্ত্র আজ কোথায়। আমার দেশ পত্রিকা একের পর এক সত্য প্রকাশে নির্ভীক হয়ে কাজ করে চলেছে। এর জন্য আমার দেশ পরিবার বিশেষ করে পত্রিকাটির সম্পাদক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান স্যারকে বলতে চাই- স্যার আসসালামু আলাইকুম। আপনার সৎ সাহস দেখে সত্যি আমার ঈর্সা হয়, কেন আল্লাহ আমাকে আপনার মতো এত সাহসী করলো না। কেন, আমি আপনার মতো বাতিলের কাছে নির্যাতিত হয়েও নিজের বলে বলিয়ান হয়ে বলে উঠতে পারি না- ফ্যাসিবাদ কখনোই জয়ী হয় না। গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। স্যার পত্রিকায় আপনার ছবি দেখলে আপনাকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছে হয়। আমরা জানি, আমরা বিশ্বাস করি, হৃদয়ে সর্বদা ধারণ করি- আগুনের ফুলকিরা এসো জড়ো হয়, দাবানল জ্বালাবার মন্ত্রে। বজ্রের আক্রোশে আঘাত হানি, তাগুতের সব ষড়যন্ত্রে। তাই সর্বোপরি বলতে চাই- তাগুতের বিদায় লগ্ন আসন্ন। আমার দেশ আবার বিজয়ী হবে। আর জনগনের অধিকারের অতন্দ্র প্রহরী আমার দেশ সুরক্ষা করবে আমার দেশ আমার বাংলাদেশ আমার মাকে। সন্তানহারা শত পিতা-মাতার চোখের পানির সান্ত¡না রুপে তাগুতের ছোবল প্রতিহত করে অবশ্যই বিজয়ী হবে আমার দেশ। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন...............
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন