সত্য বলতে গিয়ে মরতে রাজি।
লিখেছেন লিখেছেন খবর আছে ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৮:০৯ রাত
সত্য বলতে গিয়ে যদি মরণও আসে, তাতেও আমাদের পিছু হটলে চলবে না। আমাদের মনে রাখতে হবে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সত্য বলা কি শুধু মুখের কথা বলাকেই বুঝাই? না। সত্য মানে-সত্য কথা বলা, সত্যের পক্ষে থাকা, সত্যকে সবার সামনে তুলে ধরা, শত্রুর হুংকারকে পদদলিত করে সত্যের পথে সবর্দা আপোষহীন, অটল থাকা। প্রকৃত বিষয়টাকে সত্যতার সাথে প্রচার, প্রতিষ্ঠা, ও পালন করা। শত্রু পক্ষের ভয়ে বা কেউ আমার ক্ষতি করতে পারে এই ভেবে সত্য প্রকাশ ও সত্য প্রতিষ্ঠার প্রয়াস থেকে বিরত থাকা আর মুনাফিকি করা একই বিষয়। আসুন আমরা সত্য প্রকাশ, প্রতিষ্ঠা, ও উদঘাটনে ব্রতী হই। আল্রাহ আমাদের সেই তাওফিক দান করুন।
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন