মাতালকণ্যা!!পাতালপুরীর সন্ধানে!

লিখেছেন লিখেছেন খবর আছে ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৬:৪১ রাত

মাতালকণ্যা, গাঞ্জাসেবী

ক্যান করিছিস ফাঁসির দাবি?

নিজের যুগে ব্যর্থ তোরা,

সেই হিসাব কেমনে দিবি?

বড় বড় কথার ঝুড়ি,

তোরা তো সব পাগলা বুড়ি।

সকাল হলেই গাঞ্জা হাতে,

বসে কোন ছোকড়ার সাথে,

পায়জামাতে পেসাব করে বলে উঠিস থুক্কু-থুড়ি।

গাঞ্জা সেবা শেষ হলে,

সিগারেটের প্যাকেট খুলে,

টান মারো সব আত্মভুলে,

তোরা সবাই এমন হলে জাতির জন্য কি দিবি?

মাতালকণ্যা, তোরা সব ভালোই ছিলি,

ডাস্টবিন ছেড়ে কেন পথে এলি?

নেচে, গেয়ে, কি আন্দোলন,

বিজয়টা কি ছিনিয়ে নিলি?

তোরা এমন ভাব করিছিস,

রায়টা তোদের দেয়া আশিস,

হারলে কিরে কেউ কখনো, ঢাক পিটিয়ে বাঁজায় বাদ্যি?

কাদের মোল্লার রায় শুনে,

শেয়াল পানা ধ্বূর্ত মনে,

উৎসব করিতে তোরা পথে নামিলি সত্যি?

তাই বলে যাই শোন সবে,

মাতালকণ্যাদের হুশ হবে,

আসবে ওরা পথে ফিরে,যেদিন যেতে হবে আকাশ ফুড়ে।

সেদিন তোরা লজ্জা পাবি, নিজেই নিজের মুখ পুড়াবি,

সেদিন তোদের মান থাকবে, জায়গা মতো পাতালপুরি।!!!!

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File