শাহবাগের প্রতিনিধি দলের গাড়ীতে আগ্নেয়াস্ত্র । উদ্ধারে মরিয়া লীগ প্রশাসন

লিখেছেন লিখেছেন খবর আছে ১৩ মার্চ, ২০১৩, ০২:৫৮:৫৬ দুপুর

শাহবাগী সরকার প্রধান ইমরান এইচ সরকারের চট্টগ্রামে পাঠানো প্রতিনিধি দলের সদস্যরা ফেনী পৌছলে র্যাব সদস্যরা তাদের চিনতে না পেরে গাড়ী তল্লাশী করে। এসময় শাহবাগী প্রতিনিধি দলের সবার কাছ থেকে ৠাব সদস্যরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কিন্তু ৠাব শাহবাগীদের পরিচয় জানার পর বিষয়টি ধামাচাপা বা অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বর্তমানে অস্ত্র সহ এবং শাহবাগী প্রতিনিধিদের মাইক্রোবাসটি ফেনী এসপি অফিসে আছে। এসপি, এবং ৠাবের কাছে শাহবাগিদের অস্ত্রগুলো বৈধ লাইসেন্স প্রাপ্ত বলে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন মহল। খবর টি এসপি অফিস সূতে ১০০% সত্য। ফেনী সাংবাদিক এবং সচেতন মহলকে ঘটনার সুষ্ঠ চিত্র তুলে ধরার জন্য আহবান জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File