পুলিশ ভাইদের প্রতি !!!!!
লিখেছেন লিখেছেন খবর আছে ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৬:০৪ সকাল
হায়রে পুলিশ, ছিলে ফুলিশ,
আজকে কিযে হনু।
নাইরে নালিশ, নাইরে সালিশ,
ঘয়ে গেছো জানু।
জনগনের রক্ষক তোরা, ভুলে গিয়ে সেটা
অসহায় সব মানুষ গুলোর, করছো লাঠিপেটা।
আগে ছিল কাঁদুনে গ্যাস, সেটাই ছুড়ে মারতে,
এখন তোমরা করছো গুলি, সরকারের মন ভরতে।
মারছো তোমরা দানব রুপে, মানুষ গুনে গুনে,
একই ভাবে মরবে তোমরা, স্মরণ রেখো মনে।
ভারত পন্থী দালাল গুলোর, মিষ্টি কথায় ভুলে,
দেশের মানুষ মারার জন্য, অস্ত্র হাতে নিলে।
পাখির মতো মারছো মানুষ, বিবেক-বুদ্ধি নাই?
তোদের জনও এমন মরণ রেখেছেন আল্লাই।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন