আমাদের আবারও ভাবতে আমি অনুরোধ করছি !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৬:৪৬ রাত

আমাদের যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের সংগা আগে জানতে হবে, তারপর বিচার হবে কিনা তা বিচার করা হবে। আগে এলাকা ভিত্তিক অনুসন্ধান তারপর বিচার, বর্তমান বিচারকে আমি বিতর্কিত ঘোষনা করছি ! নতুন করে আবার ট্রাইব্যুনাল নামক সভ্য জগতের অসভ্য জাতিতে রুপায়িত করার মক্ষম অস্ত্র চালনা করার চিন্তা করি। বিচার হবে তা হবে সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক আমাদের চলিত ফৌজদারী আদালতে। যারা জেলে আছে থাক, তাদের শাস্তি চলছে একদিন গুরুর মতো ফাসি আমরাও দিয়ে দিবো। এখন এসব রায় ফায় খেলা চালু রাখলে আমাদের সংঘাত নির্ঘাত ! তার চেয়ে আগে বিচার করি আর কে কে যুদ্ধাপরাধী ও রাজাকার র্আছে, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হয় ? আমাদের এখনও, আমাদের এখনও জানতে দেয়া হয় নি বা জানতে পারি নি What is War Crimes What was Humanity against man kind. ভাইরে বিশ্বাস করবা কিনা জানি না, আমি লোক জনের মনের কথা জানার চেষ্টা করি এবং মনে হয় সফল হই, এটা আমার আধ্যাতিক জ্ঞান কিনা জানি না। উপর ওয়ালা মনে হয় এই নামের মানুষ গুলোকে অনেক কিছু দান করেন Happy সত্যি এই বিচারটা এভাবে যদি হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। একবার ত্রিশ লাখ না কত মরছি সঠিক টা এখনও জানি না, তবে সত্যি বলছি এবার কোটিতে গিয়ে ঠেকবে। আমরা যেভাবে অহংকারের সহিত দম্ভ করে দাবি করছি এটা ঠিক না। গৃহযুদ্ধের আশংকা থেকে আমি বাঁচতে চাই। মানুষের মনের অবস্থা ভালো না !! এখন জোর জুলুম করে কোন কিছু করতে চাইলে সত্যি আমরা বেকায়দায় পড়বো। আমাদের আবারও ভাবতে আমি অনুরোধ করছি ।।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File