আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবীতে পূর্বলন্ডনে স্বরণকালের গণমিছিল !

লিখেছেন লিখেছেন লন্ডন থেকে ১৩ মার্চ, ২০১৩, ০৩:২০:০২ রাত



বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতি ও জনগণের ওপর বর্তমান সরকারের অমানবিক নির্যাতন ও তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বাতিল এবং বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবীতে গতকাল পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটস্ অধু্যষিত এলাকায় সাঈদীভক্ত ও ইসলামপ্রিয় মুসলমানরা এক গনবিক্ষোভ মিছিল এ সমবেত হন । মিছিলটি পূর্বলন্ডনের বাংলাটাউন,ব্রেকলেইন,হোয়াইটচ্যাপল ও ওলগেইট ইষ্ট হয়ে পূর্বলন্ডনের আলতাফ আলী পার্কে এসে শেষ হয় । মিছিল চলাকালে সাঈদীভক্তরা সাঈদী সাঈদী স্লোগান দিতে থাকে ও বর্তমান সরকারকে জালেম এবং মানুষ মারার সরকার বলে মাইকে স্লোগান দিতে থাকলে তখন পুরো টাওয়ার হ্যামলেটস্ এলাকা স্লোগানে মুখোরিত হয়ে উঠে । তারা এ জালেম সরকারের পদত্যাগও দাবী করেন এবং তথাকথিত ট্রাইবুনাল ভেংগে দিয়ে সাঈদীর মুক্তি দাবী করেন । এ সময় লন্ডন মেট্রোপলিটন পুলিশ এর একটি বিশেষ দল সার্বক্ষনিক এই গনমিছিলটি নিয়ন্ত্রনের দায়িত্বে নিয়োজিত ছিলেন ।

বিষয়: বিবিধ

১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File