ম্যান্ডেলার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে
লিখেছেন লিখেছেন ানিক ফেনী ১৩ মার্চ, ২০১৩, ০৩:১৭:২২ রাত
|দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা কয়েক দিন আগে হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর এখন ভালো আছেন। তবে তাঁর স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। ম্যান্ডেলার ঘনিষ্ঠ একজন বন্ধু গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
ম্যান্ডেলার এই বন্ধু হলেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত মানবাধিকারবিষয়ক আইনজীবী জর্জ বিজস। তিনি ১৯৬০-এর দশকে রাজদ্রোহ মামলায় ম্যান্ডেলার পক্ষের আইনজীবী ছিলেন। তিনি জানান, ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাগুলোর বিষয়ে অবগত থাকলেও তিনি কিছু বিষয় ভুলে গেছেন। যেমন তিনি ভুলে গেছেন, বর্ণবাদবিরোধী আন্দোলনে তাঁর কয়েকজন সহকর্মী এখন আর জীবিত নেই। বিজস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তিনি (ম্যান্ডেলা) মাঝেমধ্যেই ভুলে যাচ্ছেন যে তাঁদের (বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মীদের) দু-একজন মারা গেছেন। যখন তাঁকে বলা হচ্ছে, ওয়াল্টার সিসুলু এবং অন্য কয়েকজন আর আমাদের মাঝে নেই, তখনই তাঁর মুখে বিষণ্ন ভাব চলে আসছে।’ সিসুলু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাবেক নেতা ও ম্যান্ডেলার রাজনৈতিক বন্ধু ছিলেন। প্রায় এক দশক আগে তিনি মারা যান।ম্যান্ডেলার দীর্ঘদিনের বন্ধু বিজস বলেন, ‘আমি ১০ দিন আগে তাঁকে দেখেছি। দেখে মনে হয়েছে, তিনি ঠিক আছেন।’
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন