সাম্প্রতিক ও আজকের বাইতুল মোকাররম মাসজিদের মুসল্লীদের ওপর পুলিশের গুলিবর্ষন ও মাহমুদুর রহমানের টেলি কনফারেন্স !

লিখেছেন লিখেছেন লন্ডন থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৯:৩১ রাত

লন্ডন আলতাফ আলী র্পাক : null

বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকান্ড ও আজকে বাইতুল মোকাররম মাসজিদে মুসল্লীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষনের তীব্র নিন্দা জানিয়ে লন্ডনে আলতাফ আলী পার্কে বিক্ষোভ ও মিছিল করে সাধারন জনগণ ও বাংগালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা । এ সময় সরাসরি বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে আমার দেশের সম্পাদক সময়ের সাহসী কন্ঠস্বর জনাব মাহমুদুর রহমান বক্তব্য প্রদান করলে হাজার হাজার তৌহিদী জনতার আল্লাহু আকবার ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে আলতাফ আলী র্পাক ও এর আশপাশের এলাকা । তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইসলাম বিদ্বেষী কর্মকান্ড ও তথাকথিত শাহবাগে সাম্প্রতিক ঘটনাবলীর কথাও তুলে ধরেন । মহানবী ( সাHappy নিয়ে নাস্তিক ব্লগচক্র ততপরতার কথাও সবাইকে জানান । এ সময় লন্ডনে বাংগালী কমিউনিটির অনেক ইসলামী ব্যক্ত্বিরা ও বিভিন্ন টিভি ও পত্রিকার রির্পোটারও উপস্থিত থেকে তাদের বক্তব্য ক্যামেরায় ধারন করেন । এ সময় লন্ডন মেট্রপলিটন পুলিশের একটি বিশেষ দল এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি পর্যবেক্ষন করেন । ভিডিওটি দিতে পারলামনা কারন ব্লগে সার্পোট করে না ও ছবি ৫০০ কেবি এর বেশী আডলোড হচ্ছে না। এই জন্য দু:খিত।

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File